জিদ্দি মামা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিদ্দি মামা
পরিচালকশাহাদাত হোসেন লিটন
চিত্রনাট্যকারশাহাদাত হোসেন লিটন
কাহিনিকারআব্দুল্লাহ জহির বাবু
শ্রেষ্ঠাংশে
প্রযোজনা
কোম্পানি
চিত্রালী কথাচিত্র
পরিবেশকচিত্রালী কথাচিত্র
মুক্তি
  • ২৭ অক্টোবর ২০১২ (2012-10-27) (বাংলাদেশ)
স্থিতিকাল১২৯ মিনিট[১]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

জিদ্দি মামা হচ্ছে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন এবং প্রযোজনা করেছে চিত্রালী কথাচিত্র। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রুমানা খানমিশা সওদাগর। এছাড়াও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, কাবিলা, সিরাজ হায়দারমিশা সওদাগর সহ আরও অনেকে।[২][৩][৪][৫]

চলচ্চিত্রটি চিরঞ্জীবী অভিনীত ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু জয় চিরঞ্জীবা চলচ্চিত্রের অনানুষ্ঠানিক পুনঃনির্মাণ। চলচ্চিত্রটি ভুলব না তোমাকে শিরোনামে চিত্রগ্রহণ শুরু হলেও পরবর্তী সময়ে গল্পের সঙ্গে সামঞ্জস্যতা রেখে নাম পরিবর্তন করে জিদ্দি মামা রাখা হয়।[৬]

ভূমিকা[সম্পাদনা]

অবৈধ অস্ত্র ব্যবসায়ীর গুলিতে মারা যায় এক শিশুকন্যা। এক সময় তার মামা আগুন (শাকিব খান) বিষয়টি জানতে পেরে মরিয়া হয়ে ওঠে ভাগনে হত্যার প্রতিশোধ নিতে।

অভিনয়[সম্পাদনা]

[৭]

প্রযোজনা[সম্পাদনা]

চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি হয়েছে মামা-ভাগ্নিকে ঘিরে। আগুন নামের একজনের ভাগ্নি অস্ত্র ব্যবসায়ীদের হাতে নিহত হলে, প্রতিশোধ নেওয়ার জন্য সে মরিয়া হয়ে ওঠেন। আর এ কারণেই এর নাম পরিবর্তন করে জিদ্দি মামা রাখা হয়েছে। এ বিষয়ে পরিচালক শাহাদাত হোসেন লিটন জানান, "এর আগে ছবিটির নাম ছিলো ‘ভুলবো না তোমাকে’ তবে শুটিং শুরুর পরে সিনোমটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘জিদ্দি মামা’।"[৬] ২০১২ সালের সেপ্টেম্বরে চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির ছাড়পত্র পায়।[৬]

সঙ্গীত[সম্পাদনা]

জিদ্দি মামা
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
ঘরানাপূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সঙ্গীত
দৈর্ঘ্য১৯:৩০
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীঈগল মিউজিক
প্রযোজকআলী আকরাম শুভ
আলী আকরাম শুভ কালক্রম
ডন নাম্বার ওয়ান
(২০১২)
জিদ্দি মামা
(২০১২)
ফুল এন্ড ফাইনাল
(২০১৩)
বহিঃস্থ ভিডিও
video icon ইউটিউবে ভিডিও জোকবক্স

চলচ্চিত্রটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আলী আকরাম শুভ এবং সবগুলো গানের গীত রচনা করেছেন কবির বকুল

গানের তালিকায়ন
নং.শিরোনামসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."তুমি যে আমার সাধনা"এন্ড্রু কিশোর, আঁখি আলমগীর৪:৪১
২."ধুম পাচিকা ধুম পাচিকা"এসআই টুটুল৩:৪১
৩."দুটি মনে ফুটে ছিল বিয়ের ফুল"এন্ড্রু কিশোর, তানজিনা রুমা৩:৩৭
৪."এই পাগলু পাগলু মন"এস আই টুটুল, তানজিনা রুমা৪:০৯
৫."ও মামা মামা তুমি"কনক চাঁপা, মনির খান৩:২২
মোট দৈর্ঘ্য:১৯:৩০

মুক্তি[সম্পাদনা]

চলচ্চিত্রটি ২০১২ সালের ২৭ অক্টোবর ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে মুক্তি পায়। এটি বক্স অফিসে প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ziddi Mama"Airtel Screen (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৩ 
  2. "ত্রিভুজ প্রেমের ছবিতে আবারও অপু ও রোমানা"banglanews24.com। ২০১২-১০-২০। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৩ 
  3. "ঈদের সব কটি ছবির নায়ক শাকিব"প্রথম আলো। ২২ অক্টোবর ২০১২। ২০২০-০১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৫ 
  4. http://archive.prothom-alo.com/print/news/300321[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "একজন রোমানা"প্রথম আলো। ১৫ নভেম্বর ২০১২। ৮ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২১ 
  6. "ঈদে মুক্তি পাবে শাকিবের 'জিদ্দি মামা'"বিজনেস টাইমস টোয়েন্টিফোর। ১২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯ 
  7. "Ziddi Mama full Crew and Cast"বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৩ 
  8. "উৎসবের শাকিব-অপু"Bhorer Kagoj। ১০ জুন ২০১৮। ২ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]