চেরি অ্যান মারে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চেরি অ্যান মারে[১]
জন্ম
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনব্যাচেলর অব সায়েন্স (পদার্থবিজ্ঞান) (ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি, ১৯৭৩),
ডক্টর অব ফিলোসফি (পদার্থবিজ্ঞান) (ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি, ১৯৭৮)
পুরস্কারAmerican Physical Society Maria Goeppert-Mayer Award (1989), American Physical Society George E. Pake Prize (2005)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান,
ফলিত পদার্থবিজ্ঞান,
পরীক্ষাগত পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি,
Lawrence Livermore National Laboratory,
Bell Laboratories,
হার্ভার্ড স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস

চেরি অ্যান মারে হার্ভার্ড স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস এর ডীন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস এর জন এ অ্যান্ড এলিজাবেথ এস আর্মস্ট্রং অধ্যাপক। তিনি ২০০৯ সালে আমেরিকান ফিজিক্যাল সোসাইটি এর প্রেসিডেন্ট ছিলেন।

শিক্ষাজীবন[সম্পাদনা]

মারে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পদার্থবিজ্ঞানে ১৯৭৩ সালে ব্যাচেলর অব সায়েন্স এবং ১৯৭৮ সালে ডক্টর অব ফিলোসফি ডিগ্রি লাভ করেন। [২][৩]

পেশাজীবন[সম্পাদনা]

মারে পিয়ার-রিভিউড জার্নালে ৭০ এর অধিক গবেষণাপত্র প্রকাশ করেছেন। তিনি ২টি প্যাটেন্টের অধিকারী। হার্ভার্ড স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস এ নিয়োগের পূর্বে তিনি লরেন্স লিভারমোর ন্যশনাল ল্যাবরেটরী এর প্রিন্সিপাল অ্যাসোসিয়েট ডিরেক্টর ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছিলেন। মারে ৮০টির অধিক জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি, গভর্নিং বোর্ড এবং ন্যাশনাল রিসার্চ কাউন্সিলে দায়িত্ব পালন করেছেন। [২][৩]

সদস্য[সম্পাদনা]

সদস্যপদ[সম্পাদনা]

  • ইউনাইটেড স্টেটস ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং
  • ইউনাইটেড স্টেটস ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস
  • আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস
  • ফেলো, আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "APS Centennial Meeting: Presentations: Cherry Ann Murray", 1999, American Physical Society, <http://www.apscenttalks.org/chair.cfm?sessID=28>.
  2. http://www.seas.harvard.edu/directory/camurray
  3. http://www.seas.harvard.edu/deans-office/biography