ঘুড়কা ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঘুড়কা ইউনিয়ন
ইউনিয়ন
ঘুড়কা ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাচৌহালী উপজেলা
উপজেলারায়গঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৪২.৩৮ বর্গকিমি (১৬.৩৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৮,৯৯১
 • জনঘনত্ব৯২০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ঘুড়কা ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ৪২.৩৮ বর্গকিমি (১৬.৩৬ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩৮,৯৯১ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ৩৩টি ও মৌজার সংখ্যা ১৫টি।[৩]

গ্রামসমূহ[সম্পাদনা]

  1. দূর্গাপুর
  2. দাসপাড়া
  3. কুণ্ডুপাড়া
  4. পালপাড়া
  5. সুতারপারা
  6. কাত্যায়নী বাড়ি
  7. হলদার পাড়া
  8. দেওভোগ
  9. হাটইচলা
  10. রঘুনাথপুর
  11. মোড়দিয়া
  12. হারনী
  13. ইচলাদিগর
  14. ইচলাচান্দা
  15. সরাইদহ
  16. ভূইয়াগাতী
  17. কালিকাপুর
  18. স্থানসিংহপুর
  19. লাঙ্গলমোড়া
  20. লাঙ্গলমোড়াপূর্বপাড়া
  21. চকগোবিন্দপুর
  22. ঘুড়কা
  23. ঘুড়কারচর
  24. ঘুড়কা নতুনপাড়া
  25. ঘুড়কা পুরানপাড়া
  26. পারকোল ঘুড়কা
  27. রয়হাটি
  28. রয়হাটি দিয়ারপাড়া
  29. রয়হাটি কাশেমপুর
  30. জগন্নাথপুর
  31. জঞ্জালীপাড়া
  32. বুধারচর
  33. বাসুদেবকোল দক্ষিণপাড়া
  34. বাসুদেবকোল উত্তরপাড়া
  35. শ্রীরামেরপাড়া
  36. মধ্যপাড়াভরমোহনী
  37. কুতুবেরচর
  38. দশআনিপাড়া

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ঘুড়কা ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  2. "Union Parishad List"Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  3. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]