গোলপায়গান মিনার

স্থানাঙ্ক: ৩৩°২৭′০৯″ উত্তর ৫০°১৭′২৮″ পূর্ব / ৩৩.৪৫২৪২০° উত্তর ৫০.২৯১১২৩° পূর্ব / 33.452420; 50.291123
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোলপায়গান মিনার
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
প্রদেশএসফাহন
অবস্থান
অবস্থানগোলপায়গান, ইরান
পৌরসভাগোলপায়গান
গোলপায়গান মিনার ইরান-এ অবস্থিত
গোলপায়গান মিনার
ইরানে অবস্থান
স্থানাঙ্ক৩৩°২৭′০৯″ উত্তর ৫০°১৭′২৮″ পূর্ব / ৩৩.৪৫২৪২০° উত্তর ৫০.২৯১১২৩° পূর্ব / 33.452420; 50.291123
স্থাপত্য
ধরনমিনার
স্থাপত্য শৈলীরাজি
উচ্চতা (সর্বোচ্চ)১৮ মিটার

গোলপায়গান মিনার ইরানের গোলপায়গান শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মিনার। এটি গোলপায়গান টাওয়ার নামেও পরিচিত। মিনারটি একাদশ শতাব্দীর সর্বোচ্চ মিনারগুলির একটি। মিনারটি ফ্যানাস উদ্যানের বিপরীতে ইমাম খোমেণী রাস্তায়, আয়াতুল্লাহ তালেঘানি মোড়ের নিকটে অবস্থিত।[১]

কাঠামো[সম্পাদনা]

মিনারটিতে দুটি দরজা রয়েছে।মিনারের ভিতরে একটি সিঁড়ি রয়েছে। মিনার উপরের এবং নীচের অংশে একটি ইটের কুফিক শিলালিপি রয়েছে। শিলালিপিতে কোন তারিখ উল্লেখ নেই। শিলালিপিতে কুরআনের কিছু আয়াত খোদাই করা হয়েছে। গোলপায়গান মিনারটি ৯০০ বছরের পুরনো। ভূমিকম্প, ঝড়, বৃষ্টি, ঠাণ্ডা এবং উত্তাপের মতো প্রাকৃতিক দুর্ঘটনার বিরুদ্ধে এখনো ঠিকে আছে। এটি ইরানের সর্বোচ্চ মিনারগুলির একটি। মিনারের শীর্ষে উঠার জন্য ৬৪ ধাপ বিশিষ্ট দুটি বৃত্তাকার সিঁড়ি রয়েছে।

এই মিনারটি সেলজুকিদের যুগের। এটি সম্ভবত গোলপায়গান জামে মসজিদ এবং চাহার সোফ বাজারের মতো পুরানো।

কথিত আছে যে, কাফেলাদের পথ চলাচলের সুবিধার জন্য মিনার উপরে একটি আলো জ্বালানো হত। চাহার সোফ বাজারের দক্ষিণ দরজাটি মিনারের সামনের দিকে অবস্থিত।

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]