গোপী নাথ ও অন্ন পূর্ন্না মন্দির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোপী নাথ ও অন্ন পূর্ন্না মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাশেরপুর জেলা
অবস্থান
অবস্থাননবীনগর
দেশবাংলাদেশ
স্থাপত্য
স্থাপত্য শৈলীমৌর্য স্থাপত্য
প্রতিষ্ঠাতাজমিদার সত্যেন্দ্র মোহন চৌধুরী
জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী
প্রতিষ্ঠার তারিখ১৭৮৩ খ্রিঃ

গোপী নাথ ও অন্ন পূর্ন্না মন্দির শেরপুর জেলার নবীনগরে অবস্থিত একটি হিন্দু মন্দির। যা ১৭৮৩ খ্রিঃ জমিদার সত্যেন্দ্র মোহন চৌধুরীজ্ঞানেন্দ্রমোহন চৌধুরী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।[১]

ইতিহাস[সম্পাদনা]

পৌনে তিন আনী জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা জমিদার সত্যেন্দ্র মোহন চৌধুরী ও জ্ঞানেন্দ্রমোহন চৌধুরী ১৭৮৩ খ্রিঃ গোপী নাথ ও অন্ন পূর্ন্না মন্দির নির্মান করেন। স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন পাঁচটি কক্ষ বিশিষ্ট এ মন্দিরটি পদ্মস্তম্ভ দ্বারা দন্ডায়মান। স্তম্ভ শীর্ষে ও কার্নিশে ফুল ও লতা পাতার নকশা সমবলিত এক অপরূপ স্থাপত্য। ডরিক ও গ্রীক ভাব ধারায় নির্মিত। বেদীর উপরে স্থাপিত অনেক গুলো ধাপে। জানালা গুলোর উপরেও রয়েছে অনেক অলংকার । দক্ষিণ ও পূর্ব পার্শ্বে উপরের কার্নিশ রাজকীয় মুকুট বিশিষ্ট তাজিয়া স্থাপন করা হয়েছে যা দেখে মৌর্য যুগের স্থাপত্যের কথা স্মরণ করিয়ে দেয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "গোপী নাথ ও অন্ন পূর্ন্না মন্দির, শেরপুর জেলা"www.sherpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২১