খসড়া:ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ
আইডিয়াল কলেজ
ধরনবেসরকারি কলেজ
প্রতিষ্ঠাতামাহবুবুল হাছান শামীম
অধ্যক্ষমো. আলমগীর কবির[১]
প্রশাসনিক ব্যক্তিবর্গ
[২]
শিক্ষার্থী৫০০±
অবস্থান
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
শিক্ষাঙ্গনশহুরে
ক্রীড়াফুটবল, ক্রিকেট, ভলিবল

ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ (ইংরেজি: Ishwarganj Ideal College) বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় অবস্থিত একটি উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।

ইতিহাস[সম্পাদনা]

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় ২০১৩ সালে ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ প্রতিষ্ঠিত হয় পুরাতন ব্রহ্মপুত্র নদের শাখা কাঁচামাটিয়া নদীর তীর ঘেষে। এর ঠিক অপর পাশে রয়েছে ঈশ্বরগঞ্জ কলেজ। তাই জায়গাটি কলেজ রোড নামেই পরিচিত।

অনুষদ ও বিভাগ[সম্পাদনা]

  • একাদশ-দ্বাদশ শ্রেণি
    • বিজ্ঞান বিভাগ
    • ব্যবসায় শিক্ষা বিভাগ
    • মানবিক বিভাগ

গ্রন্থাগার[সম্পাদনা]

কলেজটির একটি ছোট পাঠাগার রয়েছে, যেখানে বিভিন্ন বিষয়াবলীর উপর লেখকের বইসহ নানাবিধ প্রকাশনা সরবরাহ করা হয়ে থাকে।

সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

লেখাপড়ার পাশাপাশি ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষা-সহায়ক কার্যক্রমকেও বিশেষ গুরুত্ব দেয়া হয়। এ কারণে প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরিক্ষায় ভালো ফল অর্জনের পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় এ কলেজের ছাত্ররা বরাবরই ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে। এছাড়াও বিতর্ক,[৩] প্রোগ্রামিং[৪] ও ক্রীড়া প্রতিযোগিতায়ও নিয়মিত অংশগ্রহণ করে থাকে।

ক্লাবসমূহ[সম্পাদনা]

পাঠদানের পাশাপাশি অন্যান্য কার্যক্রমের জন্য কলেজটি পরিচিত। শিক্ষার্থীদের অংশগ্রহণে কয়েকটি ক্লাব বা সংঘ গড়ে তোলা হয়েছে যেগুলোতে পরিবেশ গবেষণা, বিজ্ঞানচর্চা, বিতর্ক[৩] ইত্যাদি কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এই ক্লাবগুলো কলেজের অভ্যন্তরীণ সহ বিভিন্ন আন্তঃপ্রতিষ্ঠান প্রতিযোগিতা আয়োজন করে থাকে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "ISHWARGANJ IDEAL COLLEGE"deb136848.dhakaeducationboard.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১০ 
  3. "ঈশ্বরগঞ্জে স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত"উত্তরাধিকার ৭১ নিউজ : মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১০ 
  4. "ময়মনসিংহে প্রোগ্রামিং প্রতিযোগিতা, কর্মশালা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১০