কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১
প্রাতিষ্ঠানিক লোগো
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত৪ মে ১৯৭৯; ৪৪ বছর আগে (1979-05-04)
ধরনসরকারি
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরচান্দিনা, কুমিল্লা
অবস্থান
যে অঞ্চলে
কুমিল্লা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
সিনিয়র জেনারেল ম্যানেজার
মোঃ মকবুল হোসেন[১]
অনুমোদনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটpbs1.comilla.gov.bd

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলায় ০৪টি জোনাল অফিস, ০৪টি সাব-জোনাল অফিস, ০১টি এরিয়া অফিস এবং ১২টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিবন্ধিত হয় ০৪ মে, ১৯৭৯ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ১২ জানুয়ারি, ১৯৮১ সালে।[২][৩]

ইতিহাস[সম্পাদনা]

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর যাত্রা শুরু হয় ১৯৭৯ সালে। এ সমিতির অধীনে ০৪টি উপজেলা, ৬৭টি ইউনিয়ন ও ১১১০টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর কুমিল্লার চান্দিনায় অবস্থিত।

জোনাল অফিসসমূহ[সম্পাদনা]

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:

  • কোম্পানীগঞ্জ জোনাল অফিস[৪]
  • দেবিদ্বার জোনাল অফিস[৫]
  • বরুড়া জোনাল অফিস[৬]
  • বাঙ্গরা জোনাল অফিস

সাব-জোনাল অফিসসমূহ[সম্পাদনা]

  • মুরাদনগর সাব-জোনাল অফিস[৭]
  • নবাবপুর সাব-জোনাল অফিস
  • পয়ালগাছা সাব-জোনাল অফিস
  • রামমোহন সাব-জোনাল অফিস

এরিয়া অফিসসমূহ[সম্পাদনা]

  • পীর কাশিমপুর এরিয়া অফিস

গ্রাহক সংখ্যা[সম্পাদনা]

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাড়ে পাঁচ লক্ষেরও বেশি আবাসিক গ্রাহক রয়েছে।

অন্যান্য তথ্য[সম্পাদনা]

  • মোট আয়তন: ১০২১ বর্গ কিলোমিটার
  • মোট নির্মিত লাইন: ৭২২৭.২১৭ কিলোমিটার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পল্লী বিদ্যুৎ সমিতি, কুমিল্লা-১, চান্দিনা, কুমিল্লা"pbs1.comilla.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭ 
  2. "পল্লী বিদ্যুৎ সমিতি, কুমিল্লা-১, চান্দিনা, কুমিল্লা" (পিডিএফ)pbs1.comilla.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭ 
  3. "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭ 
  4. "মুরাদনগর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.muradnagar.comilla.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭ 
  5. "দেবিদ্বার উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.debidwar.comilla.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭ 
  6. "কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, বরুড়া জোনাল অফিস"pbs1.barura.comilla.gov.bd/। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭ 
  7. "মুরাদনগর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি সাব-জোনাল অফিস"pbs.muradnagar.comilla.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭