কাজী নুসরাত জাহান ডায়না

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাজী নুসরাত জাহান ডায়না
জন্ম (1984-09-18) ১৮ সেপ্টেম্বর ১৯৮৪ (বয়স ৩৯)
খুলনা, বাংলাদেশ
জাতীয়তা বাংলাদেশ
নাগরিকত্ববাংলাদেশী
উচ্চতা৫.৫ ফুট
ওয়েবসাইটwww.nusratjdiana.com

কাজী নুসরাত জাহান ডায়না (জন্ম ১৮ সেপ্টেম্বর ১৯৮৪) একজন বাংলাদেশী অভিনেত্রী। আলতা-সুন্দরী, রাক্ষসী, এবং বাজি সহ টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য উল্লেখযোগ্য। ২০০৭ সালে তিনি একজন মডেল হিসাবে যাত্রা শুরু করেন, যেখানে তিনি একটি বিলবোর্ডের বিজ্ঞাপনের জন্য ছবি শুটিং করেছিলেন। ২০০৮ সালে তিনি একটি ধারাবাহিক নাটক আলতা সুন্দরীতে কাজ করার জন্য অডিশন দেন,[১] উক্ত ধারাবাহিকে তিনি চঞ্চল চৌধুরী'র বিপরীতে মাসুমা নামের প্রধান চরিত্রে কাজ করেন।

অবদান[সম্পাদনা]

টেলিভিশন নাটকে অভিনয়
  • আলতা সুন্দরী—(২০০৮ ও ২০০৯)-মেগা ধারাবাহিক, প্রচার করে আরটিভি[২]
  • রাক্ষসী—২০০৯ (বিশেষ নাটক, প্রচার করে এটিএন বাংলা)
  • চোরাই ধন—২০০৯ (বিশেষ নাটক, প্রচার করে এটিএন বাংলা)[২]
  • বলবান জামাতা—২০০৯ (অনিয়মিত নাটক, প্রচার করে আরটিভি)
  • বাজি—২০১০ (বিশেষ নাটক, প্রচার করে এটিএন বাংলা)
  • কাটা—২০১০ (টেলিফিল্ম, প্রচার করে এনটিভি)
  • বুমেরাং—২০১২ (টেলিফিল্ম, প্রচার করে বাংলাভিশন)
  • মন ফড়িং এর গল্প—২০১২ (টেলিফিল্ম, প্রচার করে এনটিভি)
  • হিমগিরিতে জোড়া পালক—২০১৩ (টেলিফিল্ম, প্রচার করে জিটিভি)
  • মুম্বাসা—২০১৩ (ধারাবাহিক নাটক, প্রচার করে মাছরাঙা টিভি)
  • দখিনায়ন এর দিন-২০১৩ (মেগা ধারাবাহিক, প্রচার করে এনটিভি)
  • এই শহর জাদুর শহর—২০১৪ (বিশেষ নাটক, প্রচার করে চ্যানেল ২৪)
  • অপরাজিতা-২০১৪ (ধারাবাহিক নাটক, প্রচার করে আরটিভি)
  • লাভ ফাইনালি—২০১৫ (মেগা ধারাবাহিক, প্রচার করে আরটিভি)
  • যোগাযোগ গোলযোগ—২০১৫ (মেগা ধারাবাহিক, প্রচার করে এনটিভি)
  • আমি তুমি, তুমি আমি—২০১৬ (উৎসবের নাটক, প্রচার করে এনটিভি)
  • আস্থা—২০১৬ (ধারাবাহিক, প্রচার করে এনটিভি)
  • তোমায় দিলাম পৃথিবী—(টেলিফিল্ম, প্রচার করে দীপ্ত টিভি)
  • শান্তি অধিদপ্তর—২০১৬ (মেগা ধারাবাহিক, প্রচার করে আরটিভি)
  • সম্রাট—২০১৬ (ধারাবাহিক নাটক, প্রচার করে এনটিভি)
  • সাহসিকা—২০১৭ (টেলিফিল্ম, প্রচার করে চ্যানেল আই)
  • ভালোবাসা না বাসা—২০১৭ (নাটিকা, প্রচার করে এটিএন বাংলা)
  • আমাদের হাটখোলা—২০১৬ ও ২০১৭ (ধারাবাহিক নাটক, প্রচার করে বৈশাখী টিভি)
  • নবাব এর প্রেম—২০১৭ (উৎসবের নাটক, প্রচার করে এনটিভি)
  • দিগন্তের শেষ প্রান্তে—২০১৬ (নাটিকা, প্রচার করে এটিএন বাংলা)
  • ভেগাবন্ডৱ—২০১৭ (মেগা ধারাবাহিক, প্রচার করে এটিএন বাংলা)[৩]
  • রাজু ৪২০—২০১৭ (মেগা ধারাবাহিক, প্রচার করে এটিএন বাংলা)
  • নীড় খুঁজে গাংচিল—২০১৬ (মেগা ধারাবাহিক, প্রচার করে এটিএন বাংলা)
চলচ্চিত্র
বাণিজ্যিক বিজ্ঞাপন
  • সিটিসেল ওয়ান ২০০৭ (টেলিকম কোম্পানি)
  • রুচি ডাল ভাজা ২০০৭ (একটি খাবারের পণ্য)
  • বাংলালিংক দেশ -২০০৮ (টেলিকম কোম্পানি)
  • আরএফএল চপিং বোর্ড -২০১৩ (গৃহস্থালীর পণ্য)
  • এসএমসি -২০১৪ (একটি জন্ম নিয়ন্ত্রণকারী পণ্য)
  • আরএফএল ডোর -২০১৫ (গৃহস্থালীর পণ্য)
  • রবি মাদার্স ডে ২০১৫ (টেলিকম পণ্য)

পুরস্কার[সম্পাদনা]

সিজেএফবি পুরস্কার ২০১০

পুরস্কৃত করা হয়েছে: চলচ্চিত্র জগতে নবাগত অভিনেত্রী হিসেবে, চলচ্চিত্র: জাগো, মুক্তির বছর-২০১০, চরিত্রের নাম:রেশমা, পরিচালক: খিজির হায়াত খান, সহ-অভিনেতা: নাঈম।

আরটিভি তারকা পুরস্কার ২০০৯

পুরস্কার: শ্রেষ্ঠ অভিনেত্রী, নাটক সিরিয়াল: আলতা সুন্দরী, পরিচালক: সালাউদ্দিন লাভলু, প্রচারিত হয়েছে: আরটিভি, সন: ২০০৮-২০০৯, চরিত্রের নাম: মাসুমা, সহ-অভিনেতা: চঞ্চল চৌধুরী

সিজেএফবি পুরস্কার ২০১৩

পুরস্কৃত করা হয়েছে: সহায়ক অভিনেত্রী হিসেবে, টেলিফিল্ম: হিমগিরিতে জোড়া পালক, পরিচালক: নূরুল আলম আতিক, প্রচারিত হয়েছে: জিটিভি, সন: ২০১৩, সহ-অভিনেতা: সৈয়দ বাবু।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Diana stars in Sei Pathe - 2018-11-09 - daily-sun.com"। daily-sun.com। ১৪ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৮ 
  2. "Diana in two new drama serials Independent"। Daily Independent। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮ 
  3. "জাহিদ হাসানের ধারাবাহিকে ডায়ানা"। দৈনিক মানব জমিন। দৈনিক মানব জমিন। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৮ 
  4. "নায়িকা থেকে ব্যবসায়ী"। দৈনিক যুগান্তর। ১৪ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৮