ওয়াহিদুল হক (অর্থনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়াহিদুল হক
বাংলাদেশের অর্থমন্ত্রী
কাজের মেয়াদ
১৯৮৮ – ১৯৯০
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৩৩
মৃত্যু৩ জুলাই ২০২০
রাজনৈতিক দলজাতীয় পার্টি
প্রাক্তন শিক্ষার্থীস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

ড. ওয়াহিদুল হক (আনু. ১৯৩৩-৩ জুলাই ২০২০) বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন। তিনি কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

ওয়াহিদুল হক আনু. ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন।

রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]

হক ১৯৬৯ সালে ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ছিলেন।[২] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। এর পর কিছুদিন বার্কেলি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে টরেন্টো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি ১৯৮৮ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯০ সালের মে মাস পর্যন্ত এরশাদের শাসনামালে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[৩]

মৃত্যু[সম্পাদনা]

ওয়াহিদুল হক ৩ জুলাই ২০২০ সালে মৃত্যুবরণ করেন।[১][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. নিজস্ব প্রতিবেদক (৪ জুলাই ২০২০)। "সাবেক অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের ইন্তেকাল"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০ 
  2. "মারা গেছেন সাবেক অর্থমন্ত্রী ওয়াহিদুল হক, পররাষ্ট্রমন্ত্রীর শোক"দৈনিক ইত্তেফাক। ৪ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০ 
  3. সিনিয়র করেসপন্ডেন্ট (৪ জুলাই ২০২০)। "সাবেক অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের ইন্তেকাল"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০ 
  4. "সাবেক অর্থমন্ত্রী ওয়াহিদুল হক আর নেই"দৈনিক কালের কণ্ঠ। ৪ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০