ওয়ালিস এবং ফুতুনা জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়ালিস এবং ফুতুনা
অ্যাসোসিয়েশনওয়ালিস এবং ফুতুনা ফুটবল ফেডারেশন
মাঠমাতা-উতু স্টেডিয়াম
ফিফা কোডWLF
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমাননেই (২১ ডিসেম্বর ২০২৩)[১]
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ২১৭ বৃদ্ধি ১ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ১৬৩ (১৯৬৬)
সর্বনিম্ন২১৯ (২০১৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
 ওয়ালিস এবং ফুতুনা ০–৫ তাহিতি 
(নতুন ক্যালিডোনিয়া; ১১ ডিসেম্বর ১৯৬৬)
বৃহত্তম জয়
 ওয়ালিস এবং ফুতুনা ৫–০ গুয়াম 
(ফিজি; ১৮ সেপ্টেম্বর ১৯৯১)
বৃহত্তম পরাজয়
 তাহিতি ১৩–০ ওয়ালিস এবং ফুতুনা 
(তাহিতি; ১৭ আগস্ট ১৯৯৫)

ওয়ালিস এবং ফুতুনা জাতীয় ফুটবল দল (ইংরেজি: Wallis and Futuna national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ওয়ালিস এবং ফুতুনার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ওয়ালিস এবং ফুতুনার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ওয়ালিস এবং ফুতুনা ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং তাদের আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের সদস্যপদ লাভ করেনি। ১৯৬৬ সালের ১১ই ডিসেম্বর তারিখে, ওয়ালিস এবং ফুতুনা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; নতুন ক্যালিডোনিয়ায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে ওয়ালিস এবং ফুতুনা তাহিতির কাছে ৫–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

১,৫০০ ধারণক্ষমতাবিশিষ্ট মাতা-উতু স্টেডিয়ামে এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ওয়ালিস এবং ফুতুনায় অবস্থিত।

ফিফা এবং ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের সদস্যপদ না থাকার ফলে ওয়ালিস এবং ফুতুনা এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপ এবং ওএফসি নেশন্স কাপে অংশগ্রহণ করতে পারেনি।

র‌্যাঙ্কিং[সম্পাদনা]

ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ওয়ালিস এবং ফুতুনার কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ওয়ালিস এবং ফুতুনার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৬৩তম (যা তারা ১৯৬৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২১৯। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
২১৫ বৃদ্ধি  সেঁ বার্তেলেমি ৭২৫
২১৬ হ্রাস  টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ ৭০৫
২১৭ বৃদ্ধি  ওয়ালিস এবং ফুতুনা ৭০১
২১৮ বৃদ্ধি  সামোয়া ৬৯৯
২১৯ হ্রাস  গুয়াম ৬৯৮

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]