ওয়াং তালেই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়াং তালেই
২০১৬ সালে চীনের হয়ে ওয়াং
ব্যক্তিগত তথ্য
জন্ম (1989-01-10) ১০ জানুয়ারি ১৯৮৯ (বয়স ৩৫)[১]
জন্ম স্থান লিয়াওনিং, চীন
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)[১]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
শানতুং থাইশান
জার্সি নম্বর ১৪
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:১৬, ১৩ জানুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ওয়াং তালেই (চীনা: 王大雷, ইংরেজি: Wang Dalei; জন্ম: ১০ জানুয়ারি ১৯৮৯) হলেন একজন চীনা পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে চীনা ক্লাব শানতুং থাইশান এবং চীন জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০০৪ সালে, ওয়াং চীন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে চীনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় আট বছর যাবত চীনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১২ সালে চীনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; চীনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ওয়াং তালেই ১৯৮৯ সালের ১০ই জানুয়ারি তারিখে চীনের লিয়াওনিংয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

ওয়াং চীন অনূর্ধ্ব-১৭ এবং চীন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে চীনের প্রতিনিধিত্ব করেছেন।

ওয়াং কাতারে অনুষ্ঠিত ২০২৩ এএফসি এশিয়ান কাপের জন্য ঘোষিত চীনের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

১৩ জানুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
চীন ২০১২
২০১৩
২০১৪
২০১৫ ১৩
২০১৬
২০১৭
২০১৯
২০২৩
সর্বমোট ২৯

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "AFC Asian Cup 2023™ Qatar squad lists" [এএফসি এশিয়ান কাপ ২০২৩™ কাতার দলের তালিকা] (পিডিএফ)the-afc.com (ইংরেজি ভাষায়)। এশিয়ান ফুটবল কনফেডারেশন। ৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৪ 
  2. "中国男足亚洲杯集训名单出炉 唯一新面孔是个门将" [এশিয়ান কাপের জন্য চীনের পুরুষ ফুটবল দল প্রকাশিত হয়েছে, একমাত্র নতুন মুখ গোলরক্ষক]। youth.cn (চীনা ভাষায়)। China Youth Net। ১২ ডিসেম্বর ২০২৩। ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]