এম ওসমান গনি তালুকদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
এম ওসমান গনি তালুকদার
প্রথম উপাচার্য
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
১৬ ফেব্রুয়ারি ২০১৪ – ১৫ ফেব্রুয়ারি ২০১৮
পূর্বসূরীঅফিস সৃষ্ট
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২২ আগস্ট ২০১৯
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়
ওয়াটারলু বিশ্ববিদ্যালয়
মারডক বিশ্ববিদ্যালয়
পেশাশিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় প্রশাসক

এম ওসমান গনি তালুকদার একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগের সাবেক অধ্যাপক এবং রাজশাহীতে অবস্থিত উত্তরবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।[১]

শিক্ষাজীবন[সম্পাদনা]

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগের থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে দ্বিতীয় স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২][৩]

কর্মজীবন[সম্পাদনা]

ওসমান গনি ১৯৭৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন এবং এরই ধারাবাহিকতায় ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক হন।

কর্মজীবনে অধ্যাপনার পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর প্রকৌশল অনুষদের সাবেক ডিন।

এম ওসমান গনি তালুকদার ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে যোগদান করেন। প্রথম মেয়াদ শেষ হলে ২০১৯ সালের ২২ আগস্ট দ্বিতীয় মেয়াদে পরবর্তী চার বছরের জন্য তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে যোগ দেন।[২][৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বরেন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ইয়ুথ সার্কেলের শুভেচ্ছা"ঢাকা নিউজ ৭১। ১ সেপ্টেম্বর ২০১৯। ৪ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২১ 
  2. "VICE CHANCELLOR" [উপাচার্য]। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২১ 
  3. "দ্বিতীয় মেয়াদেও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হলেন প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার"বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২১