এম. হুমায়ুন কবির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এম. হুমায়ুন কবির হলেন একজন বাংলাদেশী কূটনীতিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

কবির ১৯৫২ সালের ২৬ সেপ্টেম্বর পূর্ব পাকিস্তানের ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।[১] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

কবির বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন প্রবীণ সৈনিক।[৩] তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ১৯৮০ সাল [৩] সেখানে অধ্যাপনা করেন।

কবির ১৯৮২ থেকে ১৯৮৪ সাল [৩] পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন। ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[৩] ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কবির যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে দ্বিতীয় এবং তারপর প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[৩] ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি কলকাতায় বাংলাদেশ কনস্যুলেটে প্রথম সচিব হিসেবে কাজ করেন।[৩] ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন।[৩]

কবির ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হিসেবে কাজ [৩] । ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কয়েকটি নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ২০০৩ সালের সেপ্টেম্বরে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হন।[৩] [৪] এবং ২০০৬ সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত [৩] অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন।

কবির ২০০৭ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হন এবং ২০০৯ সাল পর্যন্ত সেখানে কাজ করেন।[৩][৫] তিনি সেপ্টেম্বর ২০১০ সালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সচিব পদে অবসর গ্রহণ করেন।[৬]

কবির বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি [৬] এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাস্টি বোর্ডের সদস্য।[২] তিনি বাওয়ার গ্রুপ এশিয়ার সিনিয়র উপদেষ্টা।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Name: Kabir, M. Humayun"All Official। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৮ 
  2. "Mr. M. Humayun Kabir"University of the People। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৮ 
  3. "The Embassy of Bangladesh in Washington DC - Ambassador M. Humayun Kabir"www.bdembassyusa.org। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৮ 
  4. "Bangladesh envoy to Nepal presents credentials"The Daily Star। ২০২১-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৮ 
  5. "Bush welcomes roadmap to polls by 2008"The Daily Star। ২০২১-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৮ 
  6. "BEI | BEI Team Details"bei-bd.org। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৮ 
  7. "Humayun"BowerGroupAsia। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৮