এইচ এম জহিরুল হক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
এইচ এম জহিরুল হক
উপাচার্য
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২১ এপ্রিল ২০২২
পূর্বসূরীমুহাম্মদ মাহফুজুল ইসলাম
উপাচার্য
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ
কাজের মেয়াদ
২০১৭ – ২০২১
উত্তরসূরীইমরান রহমান
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীচেরকাসি স্টেট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, ইউক্রেন
খারকিভ স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি অব রেডিও ইলেকট্রনিক্স, ইউক্রেন
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

এইচ এম জহিরুল হক একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান। তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ও উপাচার্য ছিলেন।[১] বর্তমানে তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[২]

শিক্ষাজীবন[সম্পাদনা]

তিনি ১৯৯৫ সালে ইউক্রেনের চেরকাসি স্টেট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে টেকনিক্যাল সায়েন্সে (সিস্টেম ইঞ্জিনিয়ারিং) মাস্টার্স এবং ২০০১ সালে খারকিভ স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি অব রেডিও ইলেকট্রনিক্স থেকে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[১][৩]

কর্মজীবন[সম্পাদনা]

জহিরুল হক ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত ইউক্রেনের চেরকাসি স্টেট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং খারকিভ স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি অব রেডিও ইলেকট্রনিক্স-এ শিক্ষকতা ও গবেষণায় নিয়োজিত ছিলেন। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি সিলেটের লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরই ধারাবাহিকতায় তিনি বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক হন।

কর্মজীবনে অধ্যাপনার পাশাপাশি তিনি ইউল্যাবের একাডেমিক অ্যাফেয়ার্সের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

এইচ এম জহিরুল হক ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপ-উপাচার্য এবং ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৩][৪][৫][৬] ২০২২ সালের ২১ এপ্রিল তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।[৭]

প্রকাশনা[সম্পাদনা]

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।[৩]

সদস্যপদ[সম্পাদনা]

জহিরুল হক বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য।[৩]

সম্মাননা[সম্পাদনা]

তিনি ২০১৯ সালে বিজনেস অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্স একাডেমি অব নর্থ আমেরিকা (বাসানা) প্রদত্ত ‘এওয়ার্ড অব লিডারশিপ এক্সিলেন্স’ লাভ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউল্যাবের শিক্ষার মান আরো এগিয়ে নিতে চাই"কালের কণ্ঠ। ২ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১ 
  2. "কানাডিয়ান ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক জহিরুল হক"দৈনিক শিক্ষা। ২৪ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২ 
  3. "PROFESSOR H M JAHIRUL HAQUE PHD" [অধ্যাপক এইচ এম জহিরুল হক পিএইচডি]। খারকিভ ন্যাশনাল ইউনিভার্সিটি অব রেডিও ইলেকট্রনিক্স (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১ 
  4. "ইউল্যাবের নতুন ভিসি প্রফেসর এইচ এম জহিরুল হক"বাংলা ট্রিবিউন। ১১ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "প্রফেসর এইচ এম জহিরুল হক ইউল্যাবের নতুন ভিসি"ক্যাম্পাসলাইভ২৪.কম। ১১ মে ২০১৭। ২৭ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১ 
  6. "এইচ এম জহিরুল হক ইউল্যাবের নতুন উপাচার্য"প্রথম আলো। ১৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১ 
  7. "কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নবনিযুক্ত ভিসি ড. জহিরুল হক"ঢাকা পোস্ট। ২৩ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২