বিষয়বস্তুতে চলুন

উৎপলা সেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উৎপলা সেন
উৎপলা সেন
জন্ম(১৯২৪-০৩-১২)১২ মার্চ ১৯২৪
মৃত্যু১৩ মে ২০০৫(2005-05-13) (বয়স ৮১)
পেশানেপথ্য সঙ্গীতশিল্পী
কর্মজীবন১৯৩৫–২০০৫
দাম্পত্য সঙ্গীবেনু সেন
সতীনাথ মুখোপাধ্যায়
পরিবারআশীষ সেন (ছেলে)
সূর্য সেন (নাতি)

উৎপলা সেন (১২ মার্চ ১৯২৪ – ১৩ মে ২০০৫) বিংশ শতাব্দী বাংলা গানের একজন প্রধান গায়িকা। বাঙলা গানের সোনালী যুগে প্রেম এবং বিরহের গানে একটি বিশিষ্ট বিষাদের সুর তিনি ধরেছেন তার গানে।[] স্বামী সতীনাথ মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় এবং অন্য গায়কদের সাথে অনেক জনপ্রিয় ডুয়েটও গেয়েছেন।

প্রথম তালিম পান মা হিরণবালা দেবীর কাছে, তারপর উস্তাদ গুল মোহম্মদ খানের কাছে। প্রথম জনসমক্ষে আসেন তেরো বছর বয়সে ঢাকা রেডিওতে (১৯৩৫)।[] প্রথম রেকর্ড ১৯৩৯। সঙ্গীতকার সুধীরলাল চক্রবর্তীর সুরে ১৯৪১ সালে প্রবল জনপ্রিয়তা পেল এক হাতে মোর পূজার থালি গানটি[]। আরও জনপ্রিয়তা পেলেন মহিষাসুর মর্দিনীর শান্তি দিলে ভরি গানে, যা আজও শোনা যায়।

চল্লিশ দশকের গোড়ায় কলকাতা চলে আসেন, এবং তার পর থেকে আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন বহুদিন। বাংলা সিনেমায়ও গান করেছেন আনেক।

প্রথম বিবাহ বেণু সেনের সাথে, তিনি মারা গেলে ১৯৬৮-এ বিয়ে করেন সঙ্গীত সতীর্থ সতীনাথ মুখোপাধ্যায়কে। জন্মাল এক পুত্রসন্তান।

মৃত্যু এবং প্রাসঙ্গিকতা

[সম্পাদনা]

১৩ মে ২০০৫-এ, পাঁচ বছরের ক্যান্সারাক্রান্ত উৎপলা সেন মারা যান কলকাতার এসএসকেএম হাসপাতালে। রেখে গেলেন বেশ কিছু ক্লাসিক পর্যায়ের গান যা আজও প্রায়ই শোনা যায়, যেমন, এত মেঘ এত যে আলো, ময়ুরপঙ্ক্ষী ভেসে যায়, পাখি আজ কোন সুরে গায়, প্রান্তরের গান আমার বা ঝিকমিক জোনাকির দ্বীপ জ্বলে শিয়রে। তবে তাঁর ৬০০০ এর বেশি সিনেমা এবং রেকর্ডের গানের অধিকাংশই আজ বিস্মৃতপ্রায়। ইদানিং কালে দুই বাঙলাতেই পুরানো দিনের গানের চর্চা বাড়ছে — কিছু গান 'পুনঃনির্মাণ' মাধ্যমে আবার শোনা যাচ্ছে — এবং উৎপলা সেনের নাম আবার জনসমক্ষে শোনা যাচ্ছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Tribute: Utpala Sen: The golden voice of yesteryears"। The Daily Star। মে ১৫, ২০০৫। সংগ্রহের তারিখ ২০০৭-১০-২৪ 
  2. Paramisish Ghosh Roy, Kolkata (13-May-2005)। "Utpala Sen Passes Away"। Voice of America। সংগ্রহের তারিখ 2007-10-24  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Bengali singer Utpala Sen dead"। May 13, 2005 18:14 IST। সংগ্রহের তারিখ 2007-10-24  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)