উইকিপিডিয়া আলোচনা:উইকিপিডিয়া অভিযান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Iqsrb722 কর্তৃক ৮ বছর পূর্বে "সম্পাদনা করার অনুমতি প্রয়োজন" অনুচ্ছেদে

নাম[সম্পাদনা]

এই গেমটির নাম কি অ্যাডভেঞ্চার থাকবে নাকি অভিযান নাকি অন্য কিছু? --আফতাব (আলাপ) ১৬:১৩, ৭ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলায় হলে দুঃসাহসিক অভিযান হবে। --শরীফ (আলাপ) ১৬:৪০, ৭ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
আমার মনে হয় অ্যাডভেঞ্চার নামাটি থাকলেই ভালো, কেননা কিছু শব্দ এমসভাবে প্রচলিত হয়ে গেছে সেটার বাংলা ব্যবহার করলে তেমন শ্রুতিমধুর হয় না। তাই মনে হয় অ্যাডভেঞ্চার শব্দটি ব্যবহারই অধিক যুক্তিযুক্ত। -- --ইকবাল হোসেন (আলাপ) ০৪:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

অগ্রগতি[সম্পাদনা]

--আফতাব (আলাপ) ১৭:২১, ১৪ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা করার অনুমতি প্রয়োজন[সম্পাদনা]

প্রিয় নাহিদ ভাই এবং আফতাব ভাই উইকিপিডিয়া আলোচনা:উইকিপিডিয়া অ্যাডভেঞ্চার এই প্রকল্পটির জাবা পাতাগুলোতে কাজ করার আগ্রহ প্রকাশ করছি। কিন্তু অনুমতির বিষয় থাকার হেতু আমি এখানে সম্পাদনা করতে পারছি না। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। --ইকবাল হোসেন (আলাপ) ০৫:১৯, ১৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ইকবাল ভাই, মিডিয়াউইকির পাতাগুলি স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত করা। সুরক্ষা সরিয়ে নেয়ার কোন ব্যবস্থা মিডিয়াউইকিতে নেই। আপনি এক কাজ করতে পারেন। ইংরেজি উইকি থেকে en:Mediawiki:Guidedtour-tour-twa3.js কপি করে এনে ব্যবহারকারী:Iqsrb722/Guidedtour-tour-twa3.js নামে পাতা তৈরি করে অনুবাদ করেন। অনুবাদ শেষ হলে আমি পাতার ইতিহাসহ মিডিয়াউইকি নামস্থানে সরিয়ে নিব। --আফতাব (আলাপ) ১৬:২৮, ১৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
আফতাব ভাই ধন্যবাদ।ইকবাল হোসেন (আলাপ) ০৯:৪৫, ২০ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন