উইকিপিডিয়া:অধিকারের আবেদন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(উইকিপিডিয়া:Requests for permissions থেকে পুনর্নির্দেশিত)
অধিকারের আবেদন
এটি বাংলা উইকিপিডিয়ায় অধিকার পাওয়ার জন্য আবেদন করার স্থান। এই পাতায় করা আবেদনসমূহ প্রশাসকগণ পর্যালোচনা সাপেক্ষে ব্যর্থ বা সফল হিসেবে সিদ্ধান্ত দিয়ে থাকেন। প্রশাসকগণ স্বয়ংক্রিয় পরীক্ষণ, ফাইল স্থানান্তরকারী, নিরীক্ষক, রোলব্যাক, এবং আইপি বাধামুক্ত অধিকার প্রদান করতে পারবেন। আপনি যে অধিকারের জন্য আবেদন করতে চান সেই অনুচ্ছেদে যান এবং অনুরোধ যুক্ত করুন লেখায় ক্লিক করে অনুরোধ করুন। বর্তমানে আপনার অ্যাকাউন্টে কী অধিকার সংযুক্ত রয়েছে, তা জানতে বিশেষ:পছন্দসমূহ পাতায় যান।
অধিকারের আবেদন নিয়মিতভাবে সংরক্ষণ করা হয়ে থাকে, দয়া করে পূর্বের অনুরোধসমূহের জন্য সফল/ব্যর্থ লগ দেখুন।
অনুরোধে চলুন: পরিচ্ছেদসমূহস্বয়ংক্রিয় পরীক্ষণফাইল স্থানান্তরকারীনিরীক্ষকরোলব্যাকআইপি বাধামুক্তপর্যবেক্ষক


বর্তমান আবেদন

স্বয়ংক্রিয় পরীক্ষক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


ইউনুছ মিঞা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত সম্পাদন করে থাকি। এছাড়াও আমি বিভিন্ন নিবন্ধসমূহ (যেমন: পুরাতন, নতুন) উন্নতি করার চেষ্টা করে থাকি। এবং আমি নিয়মিত নতুন নিবন্ধ তৈরি করতে চেষ্টা করি, যেগুলো আমি একাই সুগঠিত বাক্য সহকারে লিখতে চেষ্টা করি। নতুন পাতা ও সম্পাদনাসমূহ পরীক্ষা বা টহল দেওয়ার কাজের চাপ কমানোর জন্য আমি স্বয়ংক্রিয় পরীক্ষক হতে চাচ্ছি। ইউনুছ মিঞা (আলাপ) ২০:১০, ৪ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি আপনার সাম্প্রতিক সম্পাদনা দেখে মনে হচ্ছে আপনার সম্পাদনা অন্য ব্যবহারকারীদের পর্যালোচনা করার প্রয়োজন আছে। অনুগ্রহ করে আপনার ভালো সম্পাদনা অব্যাহত রাখুন এবং উইকিপিডিয়ার নীতিমালাগুলোর সাথে পরিচিত হোন। Yahya (আলাপ) ১২:০৫, ৬ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya আমি ভালো সম্পাদনা করি ভাই। আমাকে দিতে পারেন। ইউনুছ মিঞা (আলাপ) ১২:৩৫, ৬ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]


ফাইল স্থানান্তরকারী

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)




নিরীক্ষক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)




রোলব্যাক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


ইউনুছ মিঞা

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত সম্পাদনা করে থাকি ও নতুন নিবন্ধ তৈরি করে থাকি এবং বিভিন্ন পুরাতন নিবন্ধসমূহে নতুন তথ্য যোগ করতে চেষ্টা করি। এছাড়াও অনেক সময় বিভিন্ন নিবন্ধসমূহে অনেক ধ্বংসাত্মক সম্পাদনা দেখতে পাই, যেগুলো ব্যবহারকারী একসাথে সম্পাদনা করে থাকে। যার ফলে ঐ সম্পাদনাসমূহ দূর করতে আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তাই ধ্বংসাত্মক সম্পাদনা বাতিল করতে আমি রোলব্যাক অধিকারটি নিতে চাচ্ছি। ইউনুছ মিঞা (আলাপ) ১৫:১১, ৭ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

 মন্তব্য @ইউনুছ মিঞা আপনি এই অধিকারটি ছাড়াও টুইংকেল গ্যাজেট এর মাধ্যমে রোলব্যাক করতে পারেন। R1F4Tআলাপ ১৫:১৯, ৭ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@R1F4T আপনার মতামতের জন্য ধন্যবাদ। সেটা জানি কিন্তু এ অধিকারের মাধ্যমে সম্পাদনা করাটা সহজ হবে বলে আমি মনে করি। ইউনুছ মিঞা (আলাপ) ১৫:২৬, ৭ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]


পর্যবেক্ষক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


ইউনুছ মিঞা

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত সম্পাদন করে থাকি। এছাড়াও আমি বিভিন্ন নিবন্ধসমূহ (যেমন: পুরাতন, নতুন) উন্নতি করার চেষ্টা করে থাকি। এবং আমি নিয়মিত নতুন নিবন্ধ তৈরি করতে চেষ্টা করি। নতুন পাতা ও সম্পাদনাসমূহ পরীক্ষা বা টহল দেওয়ার কাজের চাপ কমানোর জন্য আমি পর্যবেক্ষক হতে চাচ্ছি। ইউনুছ মিঞা (আলাপ) ১৩:২৯, ৬ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]



আইপি বাধামুক্ত

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


Anupom Nath

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি উইকিপিডিয়া আইপি বাধামুক্ত অধিকার প্রায় ১ বছর আগেই পেয়েছিলাম। কিন্তু সেটা অস্থায়ী কিছু সময়কালের জন্য ছিল, যা ইতিমধ্যেই মেয়াদ শেষ হয়ে গেছে। এই সুবিধা থাকলে আমার উইকিপিডিয়ায় আইপি নিয়ে কোনরকম ঝামেলার সম্মুখীন হতে হয় না। এই অধিকার থাকলে আমি কোন প্রকার অসুবিধা ছাড়াই যতটুকু সম্ভব ততটুকু উইকিপিডিয়ায় অবদান রাখতে পারি। তাই আমি এই আইপি বাধামুক্ত অধিকার স্থায়ী ভাবে পাওয়ার জন্য আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। Anupom (আলাপ) ১১:৫৩, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Anupom Nath আপনি কী বর্তমানে কোনো ধরনের আইপি বাধার সম্মুখীন হচ্ছেন? আইপি বাধামুক্ত অধিকার অন্যান অধিকার থেকে ভিন্ন, এটা শুধুমাত্র আইপি বাধার সম্মুখীন হলেই দেওয়া হয়। —শাকিল (আলাপ · অবদান) ১১:৫৮, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
আমি এই সমস্যায় প্রায়ই পড়ে থাকি। দিনে অন্তত ২-৩ বার এই সমস্যায় পড়ে থাকি। এটার নির্দিষ্ট কোন সময়সীমা থাকে না। কোন কোন সময় কোন ঝামেলা ছাড়াই সম্পাদনা করে থাকি, আবার কোন সময় করতেই পারি না। যখন এই অধিকার আমার ছিল, তখন কোন সমস্যায় আমাকে পড়তে হয় নি। তাই এই অধিকারের আবেদন জানাচ্ছি। Anupom (আলাপ) ১২:০২, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Anupom Nath আপনি যখন সমস্যায় পড়েন তখন কোনো বার্তা দেখতে পান কী? দেখতে পেলে সেটা কী? আপনি চাইলে info-bn@wikimedia.org ঠিকানায় ইমেইল করার মাধ্যমে উক্ত ঘটনার স্ক্রিনশট প্রদান করতে পারেন। তাহলে আপনি কোন ধরণের বাধার সম্মুখীন হচ্ছেন সেটা নির্ণয় করা আমাদের জন্য সহজ হবে। —শাকিল (আলাপ · অবদান) ১২:১১, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
যখন সমস্যায় পড়ি তখন লিখা থাকে "You have been blocked from Wikipedia Editing" Blocked by HJ Mitchell, Block will expire in 10 months"
পরে যখন কারণ দেখতে যাই, তখন দেখায় আইপির সমস্যার কারণে আমাকে ব্লক করা হয়েছে। কিন্তু কোন সময় কোন অসুবিধা ছাড়াই উইকিপিডিয়ায় এডিট করতে পারি। কিন্তু এই সমস্যা অধিকার থাকাকালীন হয় নি। Anupom (আলাপ) ১২:১৮, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Anupom Nath HJ Mitchell বাংলা উইকিপিডিয়ার প্রশাসক বা বৈশ্বিক স্টুয়ার্ড নন, তিনি ইংরেজি উইকিপিডিয়ার প্রশাসক তার মানে আপনি ইংরেজি উইকিপিডিয়ায় সম্পাদনা করার সময় বাধার সম্মুখীন হচ্ছেন সেক্ষেত্রে বাংলা উইকিপিডিয়ার আইপি বাধামুক্ত অধিকার আপনাকে কোনোভাবে সাহায্য করবে না। আপনি ইংরেজি উইকিপিডিয়ায় আইপি বাধামুক্ত অধিকারের আবেদন করুন। নির্দেশনা এখানে পাবেন। —শাকিল (আলাপ · অবদান) ১২:২৪, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
আমি ইংরেজি এবং বাংলা দুই ভাষার উইকিপিডিয়াতেই আইপি বাধাগ্রস্ত হচ্ছি। যখন আইপি বাধাগ্রস্ত থাকি তখন বাংলা এবং ইংংরেজি একই সাথে সম্পাদনা করতে পারি না। এমনকি আবেদনও করতে অসুবিধা হয়। এখন আমার আইপি বাধাগ্রস্ত হচ্ছে না তাই এখানে আবেদন করতে পেরেছি। Anupom (আলাপ) ১২:২৭, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Anupom Nath আমাকে বলতে হবে আপনি বাংলা উইকিপিডিয়ায় বাধা প্রাপ্ত হওয়ার সময় কোন ধরণের বার্তা দেখতে পান, এটা ব্যতীত আপনার আবেদন প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে না। ইংরেজি উইকির বাধার জন্য বাংলা উইকিতে সমস্যা হবে না। ভবিষ্যতে যদি বাংলা উইকিপিডিয়ায় বাধার সম্পাদনা করতে না পারেন তবে info-bn@wikimedia.org অথবা wikipedia-bn-admins@lists.wikimedia.org ইমেইল করে বাধার তথ্য সহ জানাবেন, তখন উক্ত বাধা অপসারণ অথবা আপনার অ্যাকাউন্টে আইপি বাধামুক্ত সুবিধা যুক্ত করে দেওয়া হবে। —শাকিল (আলাপ · অবদান) ১২:৩৩, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নিশাকিল (আলাপ · অবদান) ১৮:৩৪, ৩ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]