আলী নাকভি (ক্রিকেটার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সৈয়দ আলী উরোজ নকভি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামসৈয়দ আলী উরোজ নকভি
জন্ম (1977-03-19) ১৯ মার্চ ১৯৭৭ (বয়স ৪৭)
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডান হাতের ব্যাট
বোলিংয়ের ধরনডান হাতের অফব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৪৫)
৬ অক্টোবর ১৯৯৭ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টেস্ট২১ মার্চ ১৯৯৮ বনাম জিম্বাবুয়ে
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট প্রথম-শ্রেণীর
ম্যাচ সংখ্যা ১১৬
রানের সংখ্যা ২৪২ ৫৮৯৮
ব্যাটিং গড় ৩০.২০ ৩৪.৯০
১০০/৫০ ১/০ ১৪/২৪
সর্বোচ্চ রান ১১৫ ১৮০
বল করেছে ১১ ৬৪৮৪
উইকেট ১০২
বোলিং গড় ২৮.৫০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৫/৬৫
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ৫০/–
উৎস: ESPNCricinfo, ১১ জুন 2017

সৈয়দ আলী উরোজ নকভি ( উর্দু : سید علی عروج نقوی ) (জন্ম ১৯ মার্চ, ১৯৭৭, লাহোর, পাঞ্জাব ) একজন পাকিস্তানি ক্রিকেটার যিনি ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছিলেন। ডানহাতি এই ব্যাটসম্যান, যিনি নিজের প্রথম টেস্টেই তার একমাত্র টেস্ট সেঞ্চুরি করেছিলেন, ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৫ রান করেন রাওয়ালপিন্ডিতে, উইকেটের অপর প্রান্তে ছিলেন আরেক অভিষেক সেঞ্চুরিয়ান আজহার মেহমুদ, তারা দুজনই অভিষেকের একই ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র জুটি। [১] তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে খণ্ডকালীন অফ স্পিন বোলার ছিলেন। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The elegance of youth"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৭ 
  2. "Ali Naqvi"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৪