আলাপ:২০২০–২১ ফেডারেশন কাপ (বাংলাদেশ)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: FaysaLBinDaruL কর্তৃক ৩ বছর পূর্বে "লাইন বাদ দেয়া প্রসঙ্গে" অনুচ্ছেদে

ফুটবলের পয়েন্ট তালিকা[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: সুধী, আজ থেকে ফেডারেশন কাপ শুরু হয়েছে। পয়েন্ট তালিকা নিয়ে সমস্যায় পড়েছি। ম্যাচের সংখ্যা, পয়েন্ট তালিকা হালনাগাদ হচ্ছে না। অনুগ্রহ করে সি গ্রুপের পয়েন্ট তালিকাটা একটু দেখবেন। পরিশেষে নিবন্ধ হালনাগাদ করার জন্য আমন্ত্রণ থাকলো। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৭:৩১, ২২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

লাইন বাদ দেয়া প্রসঙ্গে[সম্পাদনা]

@Waraka Saki:"২০২০ সালের ১৩ই ডিসেম্বর তারিখে দুপুর ১২টায় (বিএসটি) ঢাকার মতিঝিলের বিএফএফ হাউজে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। " -এ লাইনটা খবরের মত শোনাচ্ছে, তাই বাদ দেয়া হয়েছিল। দল বন্টন রাখা উচিত, এতে একনজরে সকল গ্রুপিং দেখা যায় এবং গ্রুপিং এর বর্ণনাকে যথার্থতা দেয়। বহুদিন বাদে কেউ গ্রুপিং দেখতে চাইলে এই বছরের সকল পয়েন্ট তালিকা ঘুরতে হবে । এর চেয়ে সারাংশ আকারে আলাদা অনুচ্ছেদে থাকা শ্রেয় মনে করি। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৬:৪১, ২৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Waraka Saki: পুনশ্চ ১ঃ অংশগ্রহণকারী দলের গ্রুপিং লীগের পয়েন্টতালিকা দেখে করা হয়নি। এছাড়া যখন বলা দল গুলি গত লীগের তখন লীগের লিংক দেয়া হচ্ছে। সেখানে পয়েন্ট তালিকা আছে। সুতরাং সেই লীগের একই পয়েন্ট তালিকা উল্লেখ করে দলের তালিকা দেয়াটা অপ্রাসঙ্গিক মনে হয়েছে। দল বন্টন ফিরিয়ে আনতে পারেন। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৬:৫০, ২৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL: প্রথমত, ২০২০ সালের ১৩ই ডিসেম্বর তারিখে দুপুর ১২টায় (বিএসটি) ঢাকার মতিঝিলের বিএফএফ হাউজে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই লাইনটি যদি আপনার কাছে খবরের মতো শোনায়, তবে আপনি এই লাইনের রচনাশৈলী পরিবর্তন করে লিখতে পারেন, কেননা গ্রুপ পর্বের ড্র কবে, কোথায় অনুষ্ঠিত হয়েছে তার তথ্য থাকা প্রয়োজন। দ্বিতীয়ত যদি কোন দল কোন গ্রুপে অবস্থান করছে তার তথ্য "দল বণ্টন" অনুচ্ছেদে ছক আকারে প্রদান করা হয়, তবে এই নিবন্ধে এই ধরনের তথ্যের দ্বিরুক্তি হবে; কেননা গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় প্রত্যেক দল কোন গ্রুপে রয়েছে তার তথ্য প্রদান করা হয়েছে। তবে যদি কোন কোন দল এই আসরে অংশগ্রহণ করছে তার তথ্য উল্লেখ করতে হয়, তবে "অংশগ্রহণকারী দল" অনুচ্ছেদ সৃষ্টি করে এভাবে (লীগের দলের অবস্থান ব্যতীত) উল্লেখ করা যেতে পারে। – Waraka Saki (আলাপ) ১৭:০২, ২৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Waraka Saki: রচনাশৈলী পরিবর্তন করে বাক্যটি দলবন্টন অনুচ্ছেদে এভাবে দ্বিতীয় বাক্যে রাখা হয়েছিল। অনুচ্ছেদ অপসারণের কারণে, বাক্যটা বাদ পড়ে। অংশগ্রহণকারী দলের তালিকা মূলত en:2018 FIFA World Cup#Draw আকারে সাজানো হয়েছিল। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৮:০৮, ২৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL: প্রথমত, উক্ত সম্পাদনাটি আমিই করেছিলাম, তবে বর্তমানে আফতাবুজ্জামান উক্ত লাইনটি পরিমার্জন করেছেন, যদি আপনার কাছে বর্তমানে বিদ্যমান লাইনটিও খবরের মতো লাগে, তবে আপনি তা পরিমার্জন করতে পারেন। দ্বিতীয়ত, এখানে ব্যবহৃত ছকের ক্ষেত্রে গ্রুপে কোন দল কোথায় অবস্থান করছে তা উল্লেখ করা হয়নি, বরং কোন পাত্রে কোন দল অবস্থান করছে তা উল্লেখ করা হয়েছে (যার মধ্য হতে পরবর্তীতে ড্রয়ের মাধ্যমে গ্রুপে দলের অবস্থান নির্ধারণ করা হয়েছে)। এখন, আপনার কাছে যদি ড্রয়ের সময় কোন পাত্রে কোন দল ছিল তার তথ্য থাকে, তবে আপনাকে উক্ত তথ্য এভাবে অন্তর্ভুক্ত করার আহবান জানাচ্ছি, নয়তো এভাবে উল্লেখ না করা করাই শ্রেয়, কেননা এই নিবন্ধে একই ধরনের তথ্যের দ্বিরুক্তি হবে। – Waraka Saki (আলাপ) ১৮:৩৯, ২৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Waraka Saki: আফতাবুজ্জামানের পরিমার্জন অনেক আগেই দেখেছি। তবুও আপনাকে জানানোর দরকার ছিল। দ্বিতীয়ত, পটিং এর মতই গ্রুপিং টেবিল করা যাবেনা, আমি এতোটা আক্ষরিক অর্থে উপস্থাপনের বিষয় ভাবিনি। পটিং টেবিলের আকারে গ্রুপিং দেয়ার উদ্দেশ্য ছিল সারাংশ আকারে উপস্থাপন। তবে একটা বিকল্প উপায়ে দল বন্টন যোগ করা হয়েছে। আপনার বানানো পয়েন্ট তালিকার টেমপ্লেট লিঙ্ক করে দেয়া হয়েছে। এতে দ্বিরুক্তি এড়ানো ও দল বন্টন- দুটোকেই গুরুত্ব দেয়া হয়েছে। সর্বশেষ হালনাগাদ সম্পাদনায় গিয়ে দেখতে পারেন। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৮:৫১, ২৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Waraka Saki: পুনশ্চ ২ঃ নিয়মিত হালনাগাদের আমন্ত্রণ থাকলো। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৯:০০, ২৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL: এই পাতাটি আমার নজরতালিকায় রয়েছে, তাই আমাকে এভাবে জানানোর কোন প্রয়োজন ছিল না। আমি পাতাটি সম্পাদনা হওয়ার পরই দেখতে পেয়েছি। আরেকটি বিষয়, এই নিবন্ধে গ্রুপ পর্ব অনুচ্ছেদে "আরও দেখুন"-এর অধীনে "ফেডারেশন কাপের অংশগ্রহণকারী দল ও বন্টন" দিয়ে ২০২০–২১ বাংলাদেশ ফেডারেশন কাপ গ্রুপ টেবিলের সাথে সংযোগ দেওয়াও অপ্রয়োজনীয়। কেননা উক্ত টেমপ্লেটটি ফেডারেশন কাপে অংশগ্রহণকারী দল এবং তাদের বন্টনের তথ্য সরাসরিভাবে প্রকাশ করছে না, বরং তা ২০২০–২১ বাংলাদেশ ফেডারেশন কাপের পয়েন্ট তালিকা প্রকাশ করছে (সেখানে কোন ভিন্ন তথ্য নেই); এবং উক্ত টেমপ্লেটটি খণ্ড খণ্ড আকারে এই নিবন্ধের চারটি গ্রুপের অনুচ্ছেদে বিদ্যমান রয়েছে। তাই আমি মনে উক্ত সংযোগটি প্রদান না করাই ভালো। এবং পরিশেষে নিবন্ধটি হালনাগাদ করার আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি সময় পেলে তা করে দিব। – Waraka Saki (আলাপ) ১৯:০৮, ২৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Waraka Saki নজরতালিকায় রাখার জন্য ধন্যবাদ। আপনি সম্পাদনা সারাংশে প্রশ্ন রেখেছিলেন, তাই আলাদা করে জানিয়েছিলাম। টেমপ্লেট লিঙ্ক যদি অপ্রয়োজনীয় হয়, এবং কাপে অংশগ্রহণকারী দল এবং তাদের বন্টনের তথ্য সরাসরিভাবে প্রকাশ না করে থাকে তবে অংশগ্রহণকারী দলের তালিকা বুলেট দিয়ে আবারো ফিরিয়ে আনা হচ্ছে। ধন্যবাদ। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৯:২৯, ২৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন