আলাপ:হেয়ার হোর্ল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Ashiq Shawon কর্তৃক ৬ বছর পূর্বে "বুঝলাম না" অনুচ্ছেদে

নামকরণ[সম্পাদনা]

{{adminhelp}} যেহেতু en:hair whorl নামক ইংরেজী নিবন্ধটির বাংলা অর্থ নেই, তাই আমি একে ইংরেজী নামেই রেখে দিয়েছি, আপনারা এর বাংলা নামকরণ করার সময় নিজেরা আলোচনা সাপেক্ষে একটা সর্বাধিক গ্রহণযোগ্য নাম নির্বাচন করলে ভালো হয়। Fahim fanatic (আলাপ) ১৩:১৮, ৩০ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপাততঃ এই নামেই থাকুুক; পরবর্তীতে পুনঃনির্দেশ দেয়া যাবে। - Ashiq Shawon (আলাপ) ১০:৫৩, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ সংক্রান্ত[সম্পাদনা]

টিক-চিহ্ন
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

আমি হেয়ার হোর্ল নিবন্ধটি প্রায় সম্পুর্ণ অনুবাদ করেছি, তবে মুল নিবন্ধের হেয়ার হোর্ল#মানুষে অংশের একটি প্যারা অনুবাদ না করে, ইংরেজি অংশটাই যথাযথ ভাবে রেখে দিয়েছি, আমি বিনীত অনুরোধ করবো, অন্য কোনো ব্যবহারকারী এই অংশটা অনুবাদ করে দিবেন। ধন্যবাদ। Fahim fanatic (আলাপ) ১৪:৪৮, ৩০ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

এক্ষেত্রে সাহায্য চাওয়ার জন্য সংশ্লিষ্ট নিবন্ধে "বিষয় বিশেষজ্ঞের দৃষ্টি আকর্ষণ" করে ট্যাগ লাগিয়ে দিন। উইকিতে সাধারণত প্রত্যেকে তার নিজের পছন্দের নিবন্ধ তৈরি বা উন্নয়ন করে। আপনি এমন বিষয় বাছাই করুন যেটিতে আপনি স্বাচ্ছন্দ বোধ করেন।! - Ashiq Shawon (আলাপ) ১১:০৯, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বুঝলাম না[সম্পাদনা]

@Ashiq Shawon: ভাই, আমি কথাটি বুঝি নাই, বিষয় বিশেষজ্ঞদের ট্যাগ করার প্রক্রিয়া টা কি??? আর এধরনের বিশেষজ্ঞদের পাওয়ার উপায়টাই বা কি??? এধরনের বিশেষজ্ঞদের উইকি থেকে খুজেঁ পাওয়ার কোনো তালিকা আছে কি??? নাকি জীববিজ্ঞান নিয়ে আর্টিকেল লিখেছেন, এধরনের আর্টিকেল গুলোর ইতিহাসে গিয়ে নিবন্ধ লেখকদের এখানে পিন্গ করার কথা বললেন। ফাহিম (আলাপ) ১৬:১১, ১৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
টুইঙ্কেলে ট্যাগ-এ দেয়া আছে বিশেষজ্ঞদের নজর দেয়ার বিষয়টি। বিশেষজ্ঞ পাবার এমন বিশেষ কোনো উপায়ের কথা সঠিক জানা নেই; আপনি নিজে খুজে সমজাতীয় নিবন্ধ লিখেছেন তেমন কাউকে পিং করতে পারেন - তবে সেটাও এক ধরনের চাপ প্রয়োগ হয়ে যায়! আগ্রহীরা খুজে নেয়; অন্ততঃ আমি নিজে ভূগোল বিষয়ক নিবন্ধগুলির ক্ষেত্রে তা করি। অন্যরাও হয়তো তেমনটিই করে। সঠিক জানা নেই। - Ashiq Shawon (আলাপ) ১৭:৩২, ১৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন