আলাপ:হিজাব

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Samchumia কর্তৃক ২ বছর পূর্বে "হিজাব" অনুচ্ছেদে

হিজাব[সম্পাদনা]

হিজাব মুসলিম নারিদের আদর্শ কিন্তু আজব দেশ ভারতবর্ষ যেখানে প্রতিদিন ৮৮জন শিশু ও নারি ধর্ষিতা হয়৷ (ন্যাশনেল ক্রাইমব্যোরুর রিপোর্ট) সরকার ধর্ষণ দমাতে ব্যার্থ৷ সেখানে কিছু মেয়েরা নিজের ইজ্জতের হেফাজত জন্য হিজাব পড়ে এটা ওদেরই বিশ্বাস৷ কিন্তু কিছুদিন আগে গেল rss এর কি হিন্দুত্ব বাদিরা হিজাবের বিরোদ্ধে মাঠেঘাট গরম করে ফেলেছে ৷এদের মধ্যে ১৫ থেকে ৩৫ বছরের ভাগভাধারী পুরুষই ও যুবরাই বেশী ৷ যে গংগঠন বলেছিল মুসলিম নারিদের কবর থেকে তুলে ধর্ষণ করাহোক ঘরে ঘরে মুসলমানকে হত্যা করা হোক ৷এই লোকগুলিই আজ হিজাবের বিরোদ্ধে মেতে উঠেছ৷ আর সরকার এদের মদদ দিচ্ছে ৷যে দেশে অর্দ্ধনগ্ন কংগোনা রানাবতকে পদ্মশ্রী পুরুস্কার দিচ্ছে উলঙ্গ নাগা সাধুদের রাষ্ট্রিয় পুরুষ আক্যায়িত করছেন৷ মেয়েরা উলঙ্গ সাধুদের লিঙ্গে ঘন্টি লাগিয়ে হাতে টুকাদিচ্ছেন দেশের প্রধান মন্ত্রি ওএদের চরণদলি নিচ্ছেন ৷ এদেশের কিছু বুদ্ধিজিবিরা বলছেন স্কুল কলেজে কোন ধর্মিও প্রতিক নিয়ে যাওয়া যাকেনা৷ তাতে সংবিধানে ক্ষতি হবে ৷তাহলে দেশের প্রধানমন্ত্রী ধর্মিও পোশাক পড়ে সংবিধানে বসতে পারে যোগিআদিত্যনাথ ভাগবপোশাব পড়ে মুখ্যমন্ত্রী হতে পরে৷ কলেজে মেয়েরা হাতে শাখাঁলাগিয়ে মাথায় সিঁন্দু দিয়ে যেতে পারে এগুলাকি ধর্মিও প্রতিক নয় ৷ শিখরা মাথায় পাগ পাগড়ি এবং ব্রম্মণরা মাথায় লম্বা শিখা পড়ে এগুলি কি ধর্মিও প্রতিক নয় ৷ শুধু মুসলমানরা মুখে ও বুকে পাতলা একটা কপড়ের টুকরো পড়লেই হিজাব বিরোধী আনদোলন শুরু হয়েগেল ৷ না ধর্ষণ কারিরা হিজাবের জন্য মেয়েরকে টার্গেট করতে পারছেনা এই জন্য৷ Samchumia (আলাপ) ০১:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন