আলাপ:সোয়াদেশ তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Wakim32 কর্তৃক ৬ বছর পূর্বে

স্বাদেশ তালিকা কে Swadesh list এর সাথে আন্তঃসংযোগ করা প্রয়োজন।

 করা হয়েছে -- ওয়াকিম (আলাপ) ১৪:০৫, ১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ মত পরামর্শ[সম্পাদনা]

আমার আলাপে আপনার অনুরোধ মত নিবন্ধটি পড়ে দেখলাম। বেশ ভাল হয়েছে, এবং মনে হচ্ছে এটা নির্বাচিত হতে পারে। তবে চুরান্ত তালিকাটি দেখে এই ব্যপারগুলো মনে হল:

  1. Lexico-statistics = শব্দ-পরিসংখ্যান, Glottochronology = শব্দসৃষ্টিতত্ত্ব
  2. ( ) শব্দের পাশে ( ) বন্ধনির মধ্যের নির্দেশকগুলো না দিলেও বোধহয় চলবে, ইংরেজিতে অর্থের অস্পষ্টতা অপসারণ করার জন্য ওইগুলো ব্যবহার করা হয়েছে, যেমন fish মানে "মাছ" হতে পারে যা বিশেষ্য, আবার "মাছ ধরা" হতে পারে যা ক্রিয়া; আবার ইংরেজিতে you দিয়ে একবচন আর বহুবচন দুটোই বোঝান যায়, কিন্তু বাংলার ক্ষেত্রে দুটো আলাদা শব্দ ব্যবহার হয়, "তুমি/আপনি", "তোমরা/আপনারা"
@Tanay barisha: সময় নিয়ে দেখবার জন্য ধন্যবাদ।

নিবন্ধের নাম পরিবর্তন[সম্পাদনা]

নিবন্ধটির নাম "স্বদেশ তালিকা" হলে উপযুক্ত হবে বলে মনে করছি।

এই তালিকাটি যাঁর নামে নামকরণ করা হয়েছে, তাঁর নাম হল Morris Swadesh, যেখানে Swadesh-এর উচ্চারণ হল /ˈswɒdɛʃ/। তাই উচ্চারণটি পরিবর্তন করে "সোয়াদেশ" করা যেতে পারে। "স্বদেশ" করা ঠিক হবে না। তনয় ১০:১৯, ১৩ মার্চ ২০১৮ (ইউটিসি)