আলাপ:সেবা প্রকাশনী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ৭ বছর পূর্বে "সেবা প্রকাশনীর কি ওয়েবসাইট নাই" অনুচ্ছেদে

সেবা প্রকাশনীর কি ওয়েবসাইট নাই[সম্পাদনা]

ব্যাপারটা আশ্চর্য নয় কি! এত জনপ্রিয় একটা প্রকাশনীর আজ পর্যন্ত এর কোন ওয়েভ সাইট নাই। নাকি আমি খোজে পাচ্ছি না। কি সেই ওয়েভ সাইটের এড্রেস? এ ব্যাপারে সেবার কর্ণধার জনাব কাজি আনোয়ার হোসেন সাহেবকে প্রশ্ন করা যেতে পারে। অনতি বিলম্বে সেবা প্রকাশনীর একটি ওয়েভ এড্রেস চাই। পাঠক হিসাবে এটা আমার দাবী। 123.49.43.236 ০৮:৫৮, ২৮ জুন ২০০৯ (ইউটিসি) এ. সাঈদ চৌধুরী ইমেলঃ alen2610@yahoo.com সময় ও তারিখঃ ৩:৫৮ মিঃ ২৮ জুন ২০০৯ ইংউত্তর দিন

আমিও অনেকটা অবাক।এত পুরনো আর জনপ্রিয় প্রকাশনী কিন্তু কোনো ওয়েবসাইট ই নেই। সম্ভবত কোনো উদ্দেশ‍্য আছে,আজকাল তো সব খ‍্যাত-অখ‍্যাত প্রকাশনীর সাইট আছে। It's SCIREX (আলাপ) ০৫:৪৩, ৩০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
শ্রদ্ধেয় লেখক কাজী আনোয়ার হোসেন, যিনি আমাদের পড়তে ও প্রশ্ন করতে শিখিয়েছেন, তিনি অসুস্থ। তিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। এখন নতুন কিছু করা তার জন্য কঠিন। বাংলাভাষায় তিনিই প্রথম লেখক যিনি লিখে জীবিকা নির্বাহ করেছেন। আর ওয়েবসাইট ছাড়াও পৃথিবী চলে। --Faizul Latif Chowdhury (আলাপ) ১৩:৪৫, ৩০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন