আলাপ:সেঙ্গোল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: খাঁ শুভেন্দু কর্তৃক ১০ মাস আগে ""ইতিহাস" অনুচ্ছেদের সত্যতা" অনুচ্ছেদে

ভুল বানান ব্যবহার করা হয়েছে[সম্পাদনা]

সঠিক বানান হল "সেঙ্গোল" (Sēṅgōl) যা মূল তামিল শব্দ "செங்கோல்" (Seṅgōl)- এর যথাযথ উচ্চারণগত বানান। Ooarii (আলাপ) ১৪:২৫, ২৫ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ভুল বানান ব্যবহার করা হয়েছে[সম্পাদনা]

শুভ সন্ধ্যা @খাঁ শুভেন্দু। সঠিক বানান হল "সেঙ্গোল" (Sēṅgōl) যা মূল তামিল শব্দ "செங்கோல்" (Seṅgōl)- এর যথাযথ উচ্চারণগত বানান। অনুগ্রহ করে শিরোনাম এবং নিবন্ধে "সেঙ্গল" শব্দটি "সেঙ্গোল" দিয়ে প্রতিস্থাপন করুন। ধন্যবাদ Ooarii (আলাপ) ১৪:৩৩, ২৫ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

শিরোনাম সেঙ্গল থেকে "সেঙ্গোল"-এ স্থানান্তর করা হয়েছে। খাঁ শুভেন্দু (আলাপ) ১৭:৫৮, ২৮ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@খাঁ শুভেন্দু ধন্যবাদ । Ooarii (আলাপ) ১০:৩৫, ২৯ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"ইতিহাস" অনুচ্ছেদের সত্যতা[সম্পাদনা]

সেঙ্গোল নিবন্ধের "ইতিহাস" অনুচ্ছেদে যে কাহিনী বর্ণিত আছে, সেই কাহিনীর সত্যতা নিয়ে বিতর্ক আছে, যার আভাস ইংরেজি উইকিপিডিয়ার en:Wikipedia:Articles for deletion/Sengol পাতায় পাওয়া যায়। সুতরাং বাংলা উইকিপিডিয়ার এই নিবন্ধটি যেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে লেখা থাকে, সেটা খেয়াল রাখা দরকার। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১২:৫৭, ৩০ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

দ্য ওয়াইয়ার-এর একটি প্রতিবেদন সেঙ্গোল নিবন্ধের "ইতিহাস" অনুচ্ছেদের কিছু অংশকে "মিথ্যা" বলে অভিহিত করেছে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৩:০৪, ৩০ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"সেঙ্গোল" (রাজদণ্ড) বর্তমান সময়ে আলোচনায় এসেছে। বিভিন্ন ধরনের তথ্য উত্থাপিত হচ্ছে। আর ১৯৪৭ সালের সমসাময়িক তথ্যসূত্রের অভাব রয়েছে। ফলে এখন বিষয়টি গোলমেলে হয়ে উঠেছে। ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধটি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। -- খাঁ শুভেন্দু (আলাপ) ১৫:৫৪, ৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন