আলাপ:সুন্নি (ইসলাম)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

[সুন্নি ইসলাম ও সুন্নী (ইসলাম) পাতা থেকে পুণর্নির্দেশিত] -এরকম একটি লেখা শুরুতে থাকা উচিত। Mayeenul Islam (talk) ২০:৫০, ১২ জানুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

একই শিরোনামের দুটো পাতা[সম্পাদনা]

একই, হুবহু একই শিরোনামের দুটো পাতা রয়েছে। একটাতে 'সুন্নী (ইসলাম)' পাতা থেকে পুণর্নির্দেশিত, অন্যটাতে 'সুন্নি ইসলাম' পাতা থেকে। এর সমাধান কী? এটা কেন হয়?

সুন্নি ইসলাম বা সুন্নী (ইসলাম) যা লিখেই সার্চ করেন না কেন সুন্নি (ইসলাম) নিবন্ধেই রিডাইরেক্ট হবে। এখানেতো কোন সমস্যা নাই, ফলে সমাধান কিসের?--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:১৮, ৪ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

বেলায়েত ভাই, আমি যেহেতু নতুন তাই বুঝতে পারছিলাম না এটা কি আদৌ সমস্যা কিনা। কারণ আমি যদি 'সুন্নি_(ইসলাম)' লিখে ঐ পাতাতে আসি তবে ঐ পাতাতে প্রধান শিরোনামের নিচে কোনো লেখা খাকে না। আবার আমি যদি 'সুন্নী_(ইসলাম)' লিখে এন্টার করে ঐ পাতাতে আসি তবে ঐ পাতাতে প্রধান শিরোনামের নিচে লেখা দেখতে পাই '(সুন্নী (ইসলাম)থেকে ঘুরে এসেছে)'। এতে আমার কাছে মনে হচ্ছিলো একই শিরোনামে, হুবহু একই শিরোনামের দুটো পাতা তৈরি হয়েছে কাকতালীয়ভাবে। আসলে ব্যাপারটা অতি সাধারণ। আমি রিডিরেক্ট না হলে ঐ পাতায় 'ঘুরে আসার কথা' লেখা দেখাবে না, অথচ একই পাতাতেই আমি আসছি। ধন্যবাদ, ভুলটা শুধরে দেবার জন্য।

আরেকটু শেখাবেন দয়া করে। 'সুন্নী (ইসলাম)' পাতা থেকে 'সুন্নি (ইসলাম)'-এ রিডিরেক্ট করতে পেরেছি আমি আলহ্বামদুলিল্লাহ। কিন্তু বাকি ভুক্তিগুলো থেকে, অর্থাৎ 'সুন্নি ইসলাম', 'সুন্নী ইসলাম' ইত্যাদি থেকে রিডিরেক্ট করতে পারছিলাম না। (যদিও কেউ সেই কাজটা এখন করে দিয়েছেন) আমি যতবার রিডিরেক্ট করতে চেয়েছি, ততবার বলছে এই শিরোনামে আরেকটা পাতা ইতোমধ্যে রয়েছে। আপনি নতুন শিরোনামে চেষ্টা করুন। আমার প্রশ্ন হলো বিদ্যমান পাতাতেই তো আমরা রিডিরেক্ট করবো। তাহলে এই মেসেজ কেন দেখায়? আর যিনি সেই অসাধ্য সাধন করেছেন, তিনি কিভাবেই বা তা উপেক্ষা করেছেন? ...ধন্যবাদ।Mayeenul Islam (আলাপ) ২১:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

পরিচয়[সম্পাদনা]

ভাইজান আপনি এখানে কত দিন যাবত আছেন?? Marruuf (আলাপ) ১০:৫০, ২০ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]