আলাপ:সুকাফা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: শরদিন্দু ভট্টাচার্য্য কর্তৃক ২ বছর পূর্বে "অসমীয়া "চ" এর সঠিক প্রতিবর্ণীকরণ" অনুচ্ছেদে

অসমীয়া "চ" এর সঠিক প্রতিবর্ণীকরণ[সম্পাদনা]

যতদূর মনে হয় অসমীয়া উইকিপিডিয়ার প্রবন্ধের অনুসরণে চুকাফা নামে বাংলা প্রবন্ধ তৈরি হয়েছে। যেখানে প্রকৃতপক্ষে বাংলায় উচ্চারণ "সুকাফা"। এ ছাড়াও বেশ কয়েক জায়গায় অসমীয়া "চ" কে বাংলায় "স" বা "শ" তে পরিবর্তনের প্রয়োজন দেখলাম। এ বিষয়ে কোনও সিদ্ধান্ত বা আলোচনা হয়েছে কী? জানলে সুবিধা হয়। শুভজিৎ (আলাপ) ১৩:৩৯, ২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আপাতত কোনও উত্তর না পাওয়ায় নিবন্ধের প্রয়োজনীয় জায়গায় চ কে স করে দিলাম। প্রয়োজনীয় প্রতিবর্ণীকরণ সবসময় উচ্চারণের বিচারে করা সম্ভব হবে না। অসমীয়া ভাষায় "স", "শ" এর যেরকম উচ্চারণ সেই উচ্চারণটা আদৌ প্রমিত বাংলা ভাষায় নেই। তবে চ কে স করার কাজটাতে কারও আপত্তি থাকবে না বলেই অনুমান করছি। শুভজিৎ (আলাপ) ২২:৪১, ৯ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

@Ajantrik: - এইখানে (বাংলা বিশ্বকোষ তৃতীয় খণ্ড)[১] লক্ষ্য করুন চ কিন্তু শুদ্ধভাবে দেওয়া রয়েছে। অবশ্য শুতীয়া সাম্রাজ্য এবং তিনসুকিয়ার মতো কিছু কিছু ক্ষেত্রে চ শুদ্ধ রাখা হয়নি। - শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ১৮:৪০, ১ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন