আলাপ:সিরাজউদ্দৌলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Intakhab কর্তৃক ৭ বছর পূর্বে "রাজ বংশ" অনুচ্ছেদে

"সিরাজ উদ দৌলা"-এর থেকে অংশটুকু[সম্পাদনা]

সিরাজ উদ দৌলা নিবন্ধ থেকে অংশটুকু এখানে কপি করে দিলাম। আর পাতাটি এ নিবন্ধে পুনর্নিদেশ করে দিলাম। যদি এখান থেকে কিছু প্রযোজ্য হয়, তবে মলূ নিবন্ধে সংযুক্ত করার অনুরোধ।

নবাব সিরাজ উদ দৌলা ( ফার্সি:مرزا محمد سراج الدولہ, বাংলা: সিরাজ উদ দৌলা) ছিলেন আলিবার্দি খানে-এর খুবই আদরের নাতি | নবাব সিরাজ উদ দৌলার জন্ম হয় ১৭৩৩ খ্রিস্টাব্দে, জুলাই মাসের ২ তারিক এবং মৃত্যু হলো ১৭৫৭ খ্রিস্টাব্দে | সিরাজ উদ দৌলা ছিলেন বাংলা, বিহার এবং অরিস্সার সর্বশেষ স্বাধীন নবাব | তার শাসনের শেষ থেকে শুরু হয় ইংরেজদের রাজত্ব | ধীরে ধীরে বাংলা থেকে ইংরেজদের রাজত্ব পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ে | সিরাজ উদ দৌলার আরেক নাম ছিল "Sir Roger Dowllet" বা "সার রজার দৌলেত", কারণ অনেক ইংরেজরা তার নাম উচ্চারণ করতে পারত না |
সিরাজের পিতা জাইন উদ্দিন ছিলেন বিহারের নবাব ও আলী ওয়ার্দি খানের বড় ভাই, হাজী আহমেন্দের ছেলে | এবং তার মা, আমিনা বেগম ছিলেন নবাব আলী ওয়ার্দি খানের সর্ব কনিষ্ট মেয়ে | যেহেতু আলী ওয়ার্দি খানের কোনো ছেলে ছিল না, সিরাজ, তার নাতি হিসেবে, তার মনের অনেক কাছে ছিল এবং সিরাজের বাল্যকাল থেকেই, ওকে, মুর্শিদাবাদ এর উত্তরসুরী হিসেবে দেখা হত | তার অনুসারে, সিরাজকে নবাবের দুর্গে, সকল সুযোগ, সুবিদা এবং শিক্ষা দেওয়া হয়, ভবিষ্যতের নবাব হিসেবে | ১৭৪৬ সালে, বাল্য সিরাজ তার নানা, আলী ওয়ার্দিকে, মিরাথাস্দের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করে | ১৭৫২ সালে, ১৯ বছর বয়সী সিরাজকে, তার নানা, আলী ওয়ার্দি, তার উত্তরসুরী (আলী ওয়ার্দির রাজ্যের নবাব) হিসেবে ঘোষিত করে এবং তার রক্তের অন্য কাউকে তার কোনো সম্পত্তির মালিক করে নি |

তানভির আলাপ অবদান ১২:২৪, ২৪ নভেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

রাজ বংশ[সম্পাদনা]

রাজ বংশ হিসাবে হীরা ঝিল লেখা হয়েছে। এই তথ্য কি সঠিক? --মামুন (আলাপ) ০৬:৪৭, ১৫ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

হীরাঝিল প্রাসাদের নাম। রাজবংশ নয়। --Intakhab (আলাপ) ০৬:৫৯, ১৫ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

The name of the lake is Heerajheel.