আলাপ:সাতান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: NahidSultan কর্তৃক ৭ বছর পূর্বে "একীভূত করার দরকার" অনুচ্ছেদে


একীভূত করার দরকার[সম্পাদনা]

’সাতান’ বাংলা শব্দ নয়। প্রচল বাংলা শব্দটি হলো ’শয়তান’। শয়তান বিষয়ে নিবন্ধ বিদ্যমান, তাই বিদেশী প্রতিশব্দ দিয়ে আরেকটি নিবন্ধ প্রণয়নের আবশ্যকতা নেই। এমতাবস্থায়, সাতান নিবন্ধটিকে শয়তান শীর্ষক নিবন্ধে একীভূত করা আবশ্যক। --Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:৩৪, ১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বিরোধীতা করছি। দুইটি নিবন্ধ দুইটি ভিন্ন ইংরেজি নিবন্ধের (Devil, Satan) অনুবাদ হিসেবে রয়েছে। দুটােই প্রায় একই অর্থ বহন করে যদিও কিন্তু দু্‌ইটির প্রেক্ষাপট ভিন্ন। তবে সাতান নামটি সুবিধাজনক কোন নামে স্থানান্তরে আপত্তি নাই। --যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:১৪, ১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন