আলাপ:সমকালীন শিল্পকলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ২ বছর পূর্বে "আধুনিক শিল্পকলা‘র কী হবে?" অনুচ্ছেদে

আধুনিক শিল্পকলা‘র কী হবে?[সম্পাদনা]

এ নিবন্ধের নাম সমকালীন শিল্পকলা। এর সূচনাংশে লেখা হয়েছে: “চলিত ইংরেজি ভাষায় আধুনিক এবং সমকালীন হলো সমার্থক শব্দ, যার ফলস্বরূপ অনভিজ্ঞ ব্যক্তিবর্গকে আধুনিক শিল্পকলা এবং সমকালীন শিল্পকলা পরিভাষা দু-টি অদলবদল করে ব্যবহার করতে দেখা যায়।” যদি তাই হয় তবে আধুনিক শিল্পকলা শিরোনামীয় নিবন্ধটির কি গতি হবে? সমস্যা হলো দুটো নিবন্ধে রচয়িতাদ্বয়ের দৃষ্টিভঙ্গী পৃথক। দুটির দৈর্ঘ্য প্রায় সমান, সমকালীন শিল্পকলা প্রায় ১৬০০ শব্দ এবং আধুনিক শিল্পকলা ১৩৬৫ শব্দ — অপ্রয়োজনী অংশ বাদ দিয়ে। কিন্তু রচনার প্রকৃতির কারণে দুটির একীভূতকরণ প্রশ্নাতীত। কাউকে দায়িত্ব নিয়ে সমন্বয় করতে হবে। বা দুটি মিলিয়ে একটি নতুন নিবন্ধ লিখতে হবে। তবে যা মনে রাখা দরকার তা হলো শিল্প-সমালোচনার ক্ষেত্রে ‘আধুনিক শিল্পকলা’ এবং ‘সমকালীন শিল্পকলা’ এই দুটি টার্ম প্রচলিত আছে। ‘সমকালীনতা’ আর ‘আধুনিকতা’ প্রকৃতপক্ষে সমার্থক নয়। — Faizul Latif Chowdhury (আলাপ) ১৩:৫০, ৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন