আলাপ:শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Moheen কর্তৃক ৩ বছর পূর্বে

কমন প্যাটার্ন বলে কোন কথা নেই। তাছাড়া তথ্যগত অনেক ভুল এবং দশকের হিসেবে গঢ়মিল রয়েছে। ~মহীন (আলাপ) ১৮:২৯, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Moheen: প্রতি বছরের বিজয়ীর চিত্র যোগ নিয়ে খানিকটা জটিলতা আছে। অনেক বিজয়ীর চিত্র পাওয়া যায় না, কিছু চিত্র বড়-ছোট হয়ে থাকে, আবার কোন বছরে মনোনীতের সংখ্যাও কম-বেশি হয়ে থাকে। এতে করে তালিকায় বেশ ফাঁকা জায়গা থেকে যায়, যা দেখতে অসুন্দর লাগে। কমন প্যাটার্ন বলতে বিজয়ীদের চিত্র তালিকার পাশে যুক্ত করাকে বুঝিয়েছি, অস্কারের বিভিন্ন বিভাগের পুরস্কারের তালিকাগুলোর মত। এতে চিত্রগুলোও যুক্ত হবে, ফাঁকা জায়গাও থাকবে না। তালিকাটি দেখতেও নির্ঝঞ্ঝাট হবে।--ওয়াকিম (আলাপ) ১৯:২৪, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@WAKIM: ১৯৫০-এর দশক থেকে এযাবৎ এই সকল সমস্যার কোনটাই এই পাতায় দেখছি না। অন্য পাতায়ও চোখে পড়ে নি। আর ছবি পাওয়া কোনো জটিল বিষয় নয়। ~মহীন (আলাপ) ১৯:৩৫, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Moheen:
  • খেয়াল করে দেখুন শুরুর দশকে বেশ কয়েক বছর কেবল একজন মনোনীত হয়েছেন এবং বিজয়ী হয়েছেন। এতে করে একটি চিত্রের ভুক্তির জন্য অনেকটা জায়গা ফাঁকা রয়ে গেছে, যা ডেস্কটপ ভিউতে স্ক্রল করে নিচে নামতে বেশ বিরক্তিকর। অন্যদিকে মোবাইল ভিউতে চিত্রের উপরে নিচে অনেক অংশ ফাঁকা থেকে যায় এবং জুম ইন-আউট করে পাশের লেখাগুলো দেখতে হয়। তালিকার ক্ষেত্রে চিত্র খুবই গৌণ, তালিকায় বিজয়ী ও তার কর্মই মুখ্য। সেজন্য চিত্রগুলো পাশে রাখলেই ভালো।
  • ইংরেজি থেকে কপি করতে গিয়ে তথ্যসূত্রগুলোও মুছে দিচ্ছেন এবং বর্ণানুক্রমে উলট-পালট করে দিচ্ছেন। বাংলার বর্ণানুক্রম আর ইংরেজি বর্ণানুক্রম এক নয়।
  • বছর সংক্রান্ত যে বিভ্রাটের কথা বলছেন এটি স্পষ্ট করি। এখানে মূলত বছরের সারণিতে আয়োজনের বছর দেওয়া হয়েছে, যেটা বিভ্রান্তিকর। যেমন - কখনো একই বছরে দুটি পুরস্কার দেওয়া হয়েছে, বছরের শুরুতে (জানুয়ারি/ফেব্রুয়ারিতে) আগের বছরের, এবং শেষে (ডিসেম্বরে) সেই বছরের, আবার দুই বছর পরেও পুরস্কার দেওয়া হয়েছে এমন রয়েছে। তাই বছরগুলো আয়োজনের বছর না হয়ে যে বছরের চলচ্চিত্রের জন্য পুরস্কার দেওয়া হয়েছে, সেই বছরটা হবে। যেমন 'গলি বয়' ২০১৯ সালের চলচ্চিত্র, তাই বছরের সারণিতে বছরটি ২০১৯ হবে, আয়োজনের বছর ২০২০ নয়।--ওয়াকিম (আলাপ) ২০:০১, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
বছর ঠিকই আছে, প্রতিবছরের পুরস্কার আয়োজন পরবর্তী বছর প্রদান করা হয়। আপনি যে বছরের চলচ্চিত্র সে বছর কেন লিখবেন! ~মহীন (আলাপ) ০৮:৫০, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন