আলাপ:শেখ ফরিদ (পাখি)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শেখ ফরিদ (পাখি) পাতাটি অবলুপ্তির সুনির্দিষ্ট কোন কারণ আছে কি?[সম্পাদনা]

বাংলাদেশে পাখি বিষয়ে যারা একটু আধটু চর্চা করে তারা তেঁতুলিয়ার কাজিপাড়া গ্রামের শেখ ফরিদ পাখি সম্পর্কে ওয়াকিবহাল। এমনকি ড. রেজা খান তার বাংলাদেশের পাখি গ্রন্থে কালো তিতিরকে শেখ ফরিদ বলে উল্লেখ করেছেন। কালো তিতির নিবন্ধের তথ্যসূত্রে আর বহিঃসংযোগেও এ বিষয়ে সমর্থন পাওয়া যাবে। নামটা আঞ্চলিক হলেও তা সর্বজনগ্রাহ্য হওয়ায় এই নামে নিবন্ধ থাকা জরুরি। নাকি মূল নিবন্ধে শেখ ফরিদ নামটা উল্লেখ করা হয়নি বলে পাতাটা বাদ দেয়া হয়েছে। কী যোগ করলে পাতাটা restore করা যাবে বা কেন আদৌ restore করা সম্ভব না তা জানালে ভাল হয়। শুভেচ্ছাসহ --- Khaled0147 (আলাপ) ১৭:০০, ২৮ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন