আলাপ:লরেন্স ক্যাসডান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Muhammad কর্তৃক ১০ বছর পূর্বে "ফিল্মোগ্রাফি" অনুচ্ছেদে

ফিল্মোগ্রাফি[সম্পাদনা]

আমি একটা পাইথন স্ক্রিপ্টের মাধ্যমে আইএমডিবি থেকে অটোমেটিক ফিল্মোগ্রাফি তৈরি করছি। এজন্য রেটিং, লিংক ও ভোটসংখ্যা উইকিতে উল্লেখ করতে কোন কষ্ট করতে হচ্ছে না। তবে রেটিং ও ভোটসংখ্যা নিয়ত পরিবর্তনশীল দেখে ইংরেজি উইকিতে এগুলো উল্লেখ করতে দেয়া হয় না। আমি মনে করি, পরিবর্তিত হলেও অন্তত রেটিং এবং আপেক্ষিক (এক সিনেমার সাপেক্ষে অন্যটি) ভোটসংখ্যা তেমন একটা পরিবর্তিত হয় না। উপরন্তু এগুলো থাকলে, এই বিষয়গুলো সর্ট করার মাধ্যমে খুব সহজে উক্ত চলচ্চিত্রকারের যে সিনেমাগুলো মানুষ সচরাচর সবচেয়ে বেশি দেখে (যেগুলো সবচেয়ে ভাল) সেগুলো তৎক্ষণাৎ বোঝা যায়। এতে কোন কপিরাইটও লংঘন হচ্ছে না। আর আমার যেহেতু স্ক্রিপ্ট লেখা আছে, বছর খানেক পরে যেকোন সময় এক ক্লিকের মাধ্যমে পুরো টেবিলটা আপডেট করে দিতে পারি। তাই এটা রাখার বিপক্ষে কারও অবস্থান আছে কিনা জানার জন্য এখানে লিখলাম। -- মুহাম্মদ (আলাপ) ১৮:০৪, ২৪ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন