আলাপ:রণদা প্রসাদ সাহা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ বছর পূর্বে "পাতা স্থানান্তর" অনুচ্ছেদে

দু'টি নিবন্ধকে একীকরণ[সম্পাদনা]

বিখ্যাত দানশীল ব্যক্তিত্ব হিসেবে রণদাপ্রসাদ সাহারণদা প্রসাদ সাহা একীকরণ প্রয়োজন। Subrata Roy (আলাপ) ০৩:৫৯, ২২ এপ্রিল ২০১১ (ইউটিসি)উত্তর দিন

একীকরণ করা হলো। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১২:২৬, ১৭ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধ একীকরণসহ অন্যান্য নিবন্ধে সুন্দর অবদানের জন্য একীকরণকারীকে আমার তরফ থেকে ধন্যবাদ প্রদান করা হলো।Subrata Roy (আলাপ)

পাতা স্থানান্তর[সম্পাদনা]

ব্যবহারকারী_আলাপ:আফতাবুজ্জামান থেকে স্থানান্তর।

রণদাপ্রসাদ সাহা পাতাটিকে রণদা প্রসাদ সাহা নামে স্থানান্তর করে দিন। অর্থাৎ রণদাপ্রসাদ এর মাঝে একটি ফাঁকা স্থান থাকবে। নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ওয়েবসাইট এবং রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখা যেতে পারে। একই কথা ইংরেজি পাতার ক্ষেত্রেও প্রযোজ্য। উল্লেখ্য, রণদা প্রসাদ সাহা শিরোনাম থেকে বর্তমান শিরোনামে একটি পুনর্নির্দেশ রয়েছে।--Factcheckerhuman (আলাপ) ১৬:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Factcheckerhuman: করেছি -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন