আলাপ:মুজিবনগর সরকার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Prodipto Deloar কর্তৃক ২ বছর পূর্বে "স্থানান্তর" অনুচ্ছেদে

সমস্যা[সম্পাদনা]

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যাবলী,সাফল্য এগুলো নিয়ে আমি গুছিয়ে লিখতে পারছিনা। তথ্য মোটামুটি অনেক আছে কিন্তু কোনগুলো কিভাবে ব্যবহার করব তা বুঝতে পারছি না। এটা কেউ একজন শেষ করুন।--তানভী (talk) ১৮:১০, ২৫ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)তানভীউত্তর দিন

স্থানান্তর[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



সুধী, এই নিবন্ধটিকে “অস্থায়ী বাংলাদেশ সরকার” নামে স্থানান্তরের প্রস্তাব করছি। — আদিভাইআলাপ০২:৩২, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

 মন্তব্য আমার মতে মুজিবনগর সরকার নামে স্থানান্তর করে অস্থায়ী বাংলাদেশ সরকার থেকে পুননির্দেশ দেওয়া হোক। কারণ অস্থায়ী বাংলাদেশ সরকারকে পরে মুজিবনগর সরকার নামে নামকরণ করা হয়েছে। -- মোঃ মারুফ হাসান (আলাপ) ০৪:১৩, ১৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বিকল্প প্রস্তাব[সম্পাদনা]

 মন্তব্য আমিও স্থানান্তরের পক্ষে। তবে প্রস্তাবিত নামে নয়। আমি নিবন্ধটিকে মুজিবনগর সরকার নামে স্থানান্তরের প্রস্তাব করছি। ≈ MS Sakib  «আলাপ» ০৬:৪৪, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

 মন্তব্য এটি একটি স্পর্শকাতর বিষয়।পদক্ষেপ খুবই সাবধানে নেয়া উচিত। মুজিবনগর নামের উৎস ও রেফারেন্স নিয়ে ঘাঁটাঘাঁটি করা আমাদের মাথাব্যথা নয়। আমি যে পদক্ষেপ গ্রহণে আগ্রহী, ১. অস্থায়ী সরকার নামে থাকবে আর মুজিবনগর সরকার থেকে পুননির্দেশ করা হোক। কারণ: অস্থায়ী সরকার নামকরণই যৌক্তিক যা সরকারের কাঠামো ও অবস্থার বৈশিষ্ট্য সহজে বর্ণিত। কিন্তু স্থানে হয়েছে বলে ঐ নামে এ সরকার নামকরণ করা হবে এটি খুবই শিশুসুলভ কথা‌। এক্ষেত্রে "এটি মুজিবনগর সরকার নামেও পরিচিত" এমন বাক্য নিবন্ধে রাখা যায়। ২. এটি বাংলাদেশের প্রথম সরকার, প্রবাসী সরকার, যুদ্ধকালীন সরকার নাম গুলো থেকেও পুননির্দেশ করুন। --মজুমদার সাহেব (আলাপ) ০৪:২৯, ১৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@মজুমদার সাহেব, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে "শিশুসুলভ" জাতীয় শব্দ এখানে ব্যবহার করাটা অযৌক্তিক, কারণ এতে অন্য ব্যবহারকারীদের প্রতি অবজ্ঞার ভাব প্রকাশিত হয়, পাশাপাশি এটি "স্পর্শকাতর" জায়গা এবং আপনার মন্তব্য সবাই দেখতে পায়। বাংলাদেশের সংবিধান ও সরকারি স্বীকৃতি অনুযায়ী এটি "মুজিবনগর সরকার"। উপরন্তু আমার এই আলোচনা শুরু করার কারণ হলো "বাংলাদেশ অস্থায়ী সরকার" থেকে "অস্থায়ী বাংলাদেশ সরকার" শিরোনামে স্থানান্তর। কেননা, প্রথমোক্তটি ব্যাকরণগতভাবে ভুল অর্থ বহন করে। "আপনি যদি সেটি বুঝতেন"! অন্য ব্যবহারকারীদের প্রতি অবজ্ঞাভাব বোঝাতে গিয়ে আপনি আপনার জ্ঞানের দীনতাকেই জাহির করছেন, আগেও করেছেন, আর আমরা চাই না ভবিষ্যতেও এটি অব্যাহত রাখুন। আশা করছি, উইকিপিডিয়ার মতো দলগত স্বেচ্ছাশ্রমভিত্তিক প্রকল্পে মন্তব্য করতে গিয়ে আরও পরিণত মানসিকতার পরিচয় দেবেন। -- — আদিভাইআলাপ০৭:৩৩, ১৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।