আলাপ:ব্যালে

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বানান[সম্পাদনা]

@Zaheen এবং আফতাবুজ্জামান: নৃত্যের এই রূপটির সঠিক বানান কোনটি হওয়া উচিত - ব্যালে নাকি বালে। ফরাসি মূল বানান হিসেবে এটি 'বালে' ([balɛ]) হবে, তবে ইংরেজির অনুকরণে 'ব্যালে' অধিক ব্যবহৃত।--ওয়াকিম (আলাপ) ১৮:২৯, ২৭ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অধিক ব্যবহৃত হবার কারণে 'ব্যালে' বানানেই থাকুন। বাংলায় নৃত্যটি এই নামেই প্রচলিত হয়ে গিয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩৫, ২৭ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@WAKIM: দেরি করে মন্তব্য করছি। বাংলাতে ইংরেজির অনুকরণে ব্যালে প্রচলিত সেটা অনস্বীকার্য। তবে পারলে ফরাসি ও ইতালীয় ব্যুৎপত্তি দেখিয়ে দিলে ভালো হত।--অর্ণব (আলাপ | অবদান) ১৫:৫০, ১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]