আলাপ:বিশ্ব জলাতঙ্ক দিবস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অনুবাদ বিষয়ক সমস্যা[সম্পাদনা]

রেবিজ-এর বাংলা "জলাতংক রোগ" হলেও যখন "বিশ্ব --- দিবস" লিখলাম তখন পুরো বিশ্বকে অসুস্থ বোঝাচ্ছে মনে হচ্ছে! এখানে কি "সচেতনতা" বা "প্রতিরোধ" শব্দটি যোগ করে দেয়া যায়? - Ashiq Shawon (আলাপ) ১৯:২৪, ২৭ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার চমৎকার ও সুন্দর অনুভূতির জন্যে ধন্যবাদ। নির্দিষ্ট এক বা একাধিক বিষয়কে কেন্দ্র করে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন দিবস পালন করা হয়। নির্দিষ্ট বিষয় বা শব্দটির মধ্যেই কিন্তু দিবসের তাৎপর্য্য হিসেবে এর উদ্দেশ্য, প্রতিপাদ্য বিষয়, সচেতনতা, প্রতিরোধ, করণীয় ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয় ও ধারণা লাভ করা যায়। রোগের ক্ষেত্রেই অসুস্থতা ও সচেতনতা; কিন্তু সবক্ষেত্রেই প্রতিরোধ শব্দ থাকতে পারে না। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ০৪:৫১, ২৮ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

চিত্র সমস্যা[সম্পাদনা]

বিশ্ব জলাতংক দিবস নিবন্ধে চিত্রটি আসছে না। আমি ঠিক করার চেষ্টা করেছি কিন্তু পারছি না। যারা চিত্র যোগ করতে পারেন তারা দয়া করে ঠিক করে দিলে ভাল হয়। ধন্যবাদ। Arif (আলাপ) ২০:১১, ২৭ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)Arif[উত্তর দিন]

চিত্র সংযোগ করা হয়েছে। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ০৪:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]