আলাপ:বিবির পুকুর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: S Shamima Nasrin কর্তৃক ৩ বছর পূর্বে ""বিবির পুকুর"-এর ইতিহাস ও জিন্নাত বিবি" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প বরিশাল
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বরিশালের অংশ, যা উইকিপিডিয়ায় বরিশাল সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

"বিবির পুকুর"-এর ইতিহাস ও জিন্নাত বিবি[সম্পাদনা]

@Lonely Explorer: নিবন্ধটির ইতিহাস অংশে সংশোধন করতে গিয়ে জিন্নাত বিবির নাম পুরোপুরি মুছে দেয়ার হেতু জানতে পারি কি? উল্লেখ্য সূত্রে খ্রিস্টান মিশনারি কর্তৃক জিন্নাত বিবির লালন-পালনের কথা বর্ণিত আছে। Nasrin (আলাপ) ১৫:৪৮, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ এই নিবন্ধটি আমিই রচনা করেছিলাম, একটি সংবাদ আর্টিকেলকে তথ্যসূত্র ধরে। কিন্তু পরবর্তীকালে নিজস্ব অনুসন্ধান ও গবেষনায় এটিই প্রতীয়মান হয়েছে যে উল্লেখিত তথ্যগুলো ভুল। ১৮৬০-৬১ সালের বরিশাল শহরের ম্যাপেও বিবির পুকুরের অস্তিত্ব রয়েছে। তাই বিভ্রান্তি না ছড়ানোর জন্য ইতিহাসের অংশটুকু মুছে দিয়েছি। জিন্নাত বিবির সাথে আদৌ বিবির পুকুরের সংশ্লিষ্টতা আছে কিনা নিশ্চিত হয়ে পুনরায় ইতিযোগ যোগ করব।
জনশ্রুতিতে প্রচলিত কথা আর সত্যিকারের ইতিহাস সব সময়ই এক হয় না। এক্ষেত্রে আলাদা করে দুই-ই বোধহয় যোগ করা যায়। যদি জিন্নাত বিবির নাম ও ঘটনা এলাকায় প্রচলিত থাকে তাহলে তা একেবারে মুছে না দিয়ে আপাতত,জনশ্রুতিতে প্রচলিত হিসেবেও তো রাখা যায়, তাই না? শুভ কামনা রইলো। Nasrin (আলাপ) ১৮:৫৬, ২০ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন