আলাপ:বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান (বিআইএসটি)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Wiki Nahid NHB কর্তৃক ৩ বছর পূর্বে "নাম প্রণয়ন?: মৌলিক গবেষণা" অনুচ্ছেদে

নাম প্রণয়ন?: মৌলিক গবেষণা[সম্পাদনা]

@Wiki Nahid NHB: যে সমস্ত নিবন্ধের নাম বাংলায় প্রচলিত রূপে পাওয়া যায়, সেগুলোর অনুবাদ করে নতুন নাম নির্ধারণ বা নতুন নাম প্রণয়ন উইকিপিডিয়ার কাজ নয়। এই নিবন্ধটির নাম “বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট” (“ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি”) হবে, যেই নামে ইতোমধ্যে নিবন্ধ রয়েছে। এখানে (এখানে) দেখ। আর কোনো নিবন্ধের শিরোনামে প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম দেওয়ার প্রয়োজন নেই। সেটি নিবন্ধের প্রথম অনুচ্ছেদে লিখা যেতে পারে। সেদিন মনে হয়, আরও একটি নিবন্ধে এরকম “বাংলাকরণ” করেছিলে, সেটিকেও ঠিক করতে হবে। ;) — Meghmollar2017আলাপ০৯:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আচ্ছা ভাই, ভবিষ্যতে লক্ষ্য রাখবো। Wiki Nahid NHB (আলাপ) ০৯:৫৩, ১৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন