আলাপ:বর্দো

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: মোহাম্মদ হাসানুর রশিদ কর্তৃক ১ বছর পূর্বে "পর্যালোচনা" অনুচ্ছেদে

পর্যালোচনা[সম্পাদনা]

@Anupamdutta73, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে ধন্যবাদ। তবে আপনার জমাদানকৃত নিবন্ধে বেশ ত্রুটি থাকায় নিবন্ধটি এই মূহুর্তে গ্রহণ করা হচ্ছেনা। যেমন- আপনি নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করেননি; নিবন্ধে অত্যধিক যান্ত্রিক অনুবাদ রয়েছে এবং অনেক বাক্য অনুবাদবিহীন অবস্থায় ইংরেজিতেই রয়ে গেছে। এসব সমস্যা দ্রুত সংশোধন করে নিবন্ধটি সাবলীল ও গ্রহণযোগ্য করে তুলুন। আর অনুবাদের ক্ষেত্রে যান্ত্রিক অনুবাদের পরিবর্তে সরল ও সাবলীলতাকে প্রাধান্য দিন। কাজ শেষে অবশ্যই আমাকে জানাবেন। -- মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ১৭:৩৭, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@মোহাম্মদ হাসানুর রশিদ দাদা আমি দেখতে পাচ্ছি যে আমার কোনো পুরোনো অনুবাদ এখানে রয়েছে। আমি ঠিক করে জানাবো। অনুপম দত্ত (আলাপ) ২০:৫৩, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@মোহাম্মদ হাসানুর রশিদ দাদা আমি ঠিক করে দিয়েছি... অনুপম দত্ত (আলাপ) ১০:১৬, ২৮ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Anupamdutta73, আপনার নিবন্ধে এখনো বেশ সমস্যা রয়ে গেছে। যেমন-
তথ্যছক হালনাগাদ করা হয়নি, শীর্ষ অনুচ্ছেদের অসম্পূর্ণ অনুবাদ, অনেক চিত্র যুক্ত করা হয়নি, অনেক তথ্যসূত্র বাদ পড়েছে ও নিচের দিকে একটি অনুচ্ছেদ অনুবাদহীন অবস্থায় আছে। এছাড়াও নিবন্ধে এখনো অনেক যান্ত্রিক অনুবাদ পরিলক্ষিত হচ্ছে। বিটুরিজেস ভিভিস্কির মুদ্রা, খ্রিস্টপূর্ব পঞ্চম-১ম শতাব্দী, প্রাক-রোমান গলের গ্রীকদের মুদ্রার নকশা থেকে উদ্ভূত। ক্যাবিনেট ডেস মেডেইলেস।, প্রায় ৩০০ খ্রিস্টপূর্বাব্দে, এই অঞ্চলটি একটি কেল্টিক উপজাতি, বিটুরিগেস ভিভিস্কির বসতি ছিল, যার নাম ছিল বারডিগালা, সম্ভবত অ্যাকুইটানিয়ান বংশোদ্ভূত, ৪১৪ সালে ভিসিগথ এবং ৪৯৮ সালে ফ্রাঙ্করা আক্রমণ করে এবং তারপরে শহরটি আপেক্ষিক অস্থিরতার মধ্যে পড়ে। ডিউক ইউডেস উমাইয়াদের সাথে জড়িত করার জন্য একটি বাহিনী সংগ্রহ করেছিলেন,— বাক্যগুলি বেশ অস্পষ্ট ও অগোছালো, গুছিয়ে লিখুন। ৭৭৮ সালে, সেগুইন (বা সিহিমিন) বোর্দোর গণনা নিযুক্ত করা হয়েছিল—এখানে কাউন্ট অর্থ ভিন্ন, ইংরেজি সংস্করণটি ভালো করে পড়ুন। ১২ থেকে ১৫ শতকের মধ্যে, এলিওনোর, অ্যাকুইটেইন এবং শেষ হাউস অফ পয়েটিয়ার্স-এর বিবাহের পর বোর্দো আরও একবার বিকাশ লাভ করেছিল, হেনরি II প্ল্যান্টাজেনট, আঞ্জু গণনা এবং ইংল্যান্ডের প্রথম হেনরি-এর নাতি, যারা তাদের বিয়ের কয়েক মাস পরে ইংরেজদের মুকুট লাভ করেন। সুবিশাল অ্যাঞ্জেভিন সাম্রাজ্য সৃষ্টি করে, যা পিরেনিস থেকে আয়ারল্যান্ড পর্যন্ত বিস্তৃত।—বাক্যটি অস্পষ্ট, গুছিয়ে লিখুন। নিবন্ধে অনুরূপ বেশ সমস্যা রয়েছে। নিবন্ধটি ভালোভাবে পড়ে সংশোধন করুন। অনুবাদের ক্ষেত্রে যান্ত্রিক অনুবাদের পরিবর্তে ভাবানুবাদকে গুরুত্ব দিন। কাজ শেষে জানাবেন।-- মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ০৫:৪০, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@মোহাম্মদ হাসানুর রশিদ দাদা অনুবাদ ঠিক করে দিয়েছি। কিন্তু চিত্র এবং তথ্য কোথায় বাদ গেছে, বলে দিলে ভালো হয়, আগাম ধন্যবাদ। - অনুপম দত্ত (আলাপ) ১৩:৪৩, ১ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@অনুপম দত্ত আপনার নিবন্ধে এখনো অনেক সমস্যা পরিলক্ষিত হচ্ছে। পুরো নিবন্ধে বাক্যগঠন বেশ এলোমেলো থাকায় তা সাবলীল ও বোধগম্য হচ্ছে না। সম্পূর্ণ নিবন্ধটি ভালোভাবে পড়ে সংশোধন করুন। বড় বাক্যগুলি ভেঙে ভেঙে লিখুন। আপনি নিবন্ধের একেবারে উপরে যে অনুচ্ছেদ আছে তা সম্পূর্ণ অনুবাদ করেননি; রাজনীতি অনুচ্ছেদটিও সম্পূর্ণ অনুবাদ করেননি — দয়া করে সেগুলির অনুবাদ সম্পূর্ণ করুন। এছাড়া পুরো নিবন্ধে অসংখ্য অনুবাদহীন শব্দ ও বাক্য রয়েছে সেইসাথে অনেক চিত্রের ক্যাপশনও অনুবাদহীন অবস্থায় আছে— সেগুলিরও অনুবাদ সম্পূর্ণ করুন। আর অর্থনীতি অনুচ্ছেদে একটি চিত্র বাদ পড়েছে। সেটিও যুক্ত করুন। নিবন্ধটি ভালোভাবে পড়ে সমস্যাগুলি দূর করুন। দিনের মধ্যে সংশোধন সম্পন্ন করে আমাকে জানাবেন। –– মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ১৫:১১, ৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@মোহাম্মদ হাসানুর রশিদ দাদা দেখুন এবার হয়েছে কিনা ? অনুপম দত্ত (আলাপ) ১৫:৪৫, ১১ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Anupamdutta73, এখনো অনেক সমস্যা আছে। রাজনীতি, শিক্ষা, প্রধান দর্শনীয় স্থান, পরিবহন, খেলাধুলা ও উল্লেখযোগ্য ব্যক্তি অনুচ্ছেদসমূহে ইংরেজিতে অনেক বাক্য ও শব্দ রয়ে গেছে। অনেক চিত্রের ক্যাপশনও অনুবাদ করেননি। দয়া করে সেগুলির অনুবাদ দ্রুত সম্পন্ন করুন। –– মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ০৬:৫৩, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন