আলাপ:পুলিশ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গুরুত্বপূর্ণ নিবন্ধ, অপসারণ না করার অনুরোধ[সম্পাদনা]

এটি উইকিপিডিয়ার জন্য প্রয়োজনীয় একটি নিবন্ধ। অপসারণে আপত্তি জানানো হচ্ছে। শিঘ্রই নিবন্ধটির মান উন্নয়ন করা হবে।--নাসির খান সৈকতআলাপ ১৫:৪৩, ৮ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

একটিমাত্র বাক্যের সংমিশ্রণে গড়া - পুলিশ দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। পুলিশ নিবন্ধ অপসারণে আপত্তি তোলায় অভিনন্দন নাসির আপনাকে। বেশ দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম এধরণের একটি অতি গুরুত্বপূর্ণ নিবন্ধে ট্যাগ সাঁটানো উচিত হবে কি-না? কিন্তু লক্ষ্য করে দেখুনঃ-
অথবা,

গর্ব করার মতো কিছু নেই। কিন্তু গোয়েন্দা লিঙ্কে পুলিশের অবস্থান বেশ বেমানান। নয় কী? আবারো ধন্যবাদ জানাচ্ছি নিবন্ধকে অপসারণ রোধ করা থেকে সম্প্রসারণের দিকে এগিয়ে নিয়ে যাওয়ায়। শুভেচ্ছা সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৬:০৪, ৮ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

পুলিশ নিবন্ধটি উন্নয়ন করতে আগ্রহী স্বেচ্ছাসেবকের অভাব। গোয়েন্দা এবং পুলিশের কাজের পরিধি ও দায়িত্ব আলাদা। তবে বাংলাদেশে গোয়েন্দা, র‌্যাব ইত্যাদি পুলিশেরই এক একটি বিশেষ শাখা। আশা করছি খুব শিঘ্রই নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবো। --নাসির খান সৈকতআলাপ ০৩:২৪, ৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশে ভালো মানের ট্রেনিং প্রাপ্ত পুলিশের অনেক অভাব রয়েছে।

তথ্যগুলো অসম্পূর্ন Kamrun Israt Prome (আলাপ) ০৮:০৬, ১ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]