আলাপ:নিয়ামুর রশিদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ট্যাগ অপসারণ প্রসঙ্গ[সম্পাদনা]

সুপ্রিয়, Suvray‎ আপনি এখানে কোন প্রকার আলোচনা ছাড়াই অপসারণ ট্যাগ সরিয়ে নিয়েছেন। মাত্র দুইটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা ব্যক্তি কি করে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন এবং কেন এই নিবন্ধটি অপসারণ করা হবে না সেটা আলোচনার মাধ্যমে বুঝিয়ে অতঃপর ট্যাগটি অপসারণ করলে গ্রহণযোগ্যতা পেতো। ফেরদৌস (চ্যাট!) ১১:২৯, ২৭ মে ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ ফেরদৌস ভাই, নিবন্ধের ট্যাগ অপসারণ ও গ্রহণযোগ্যতার বিষয়টি আলাপ পাতায় উত্থাপন/উপস্থাপনের জন্যে। আলোচ্য নিবন্ধের বিষয়বস্তুতেই কিন্তু ব্যক্তিটির গুরুত্ব কতটুকু রয়েছে তা নির্ধারিত হয়ে আছে অর্থাৎ, তিনি একজন আন্তর্জাতিক ক্রিকেটার। আর দু’টি কেনো, একটি খেলায় অংশ নিয়েও কিন্তু তিনি উইকিতে স্থান পেতে পারতেন! ক্রিকেট, ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ে সম্যক অনুধাবনে অনুগ্রহপূর্বক উইকিপ্রকল্প ক্রিকেট অবলোকনের জন্য বিনীত অনুরোধ করছি। আর, দ্রুত অপসারণ ট্যাগ লাগালে যে বাংলা উইকির নিবন্ধ সংখ্যা অর্ধেক হয়ে যাবে তা-ই না!! সেজন্য ট্যাগ ব্যবহারে যথেষ্ট সচেতনতারও প্রয়োজন রয়েছে বৈকি!!! নিবন্ধের গুরুত্বতা বুঝে যদি আগ্রহীরা এগিয়ে আসতেন কিংবা সম্প্রসারণ করতেন, তাহলে হয়তো মূল্যবান সময়, শ্রম ইত্যাদি বিষয়াবলীর অনেকাংশে সাশ্রয় ঘটতো। ধন্যবাদ আপনাকে। - Suvray ১২:১৮, ২৭ মে ২০১৫ (ইউটিসি)