আলাপ:ধুন্দল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Anup Sadi কর্তৃক ৫ বছর পূর্বে "নাম প্রসঙ্গে" অনুচ্ছেদে

নাম প্রসঙ্গে[সম্পাদনা]

বাংলায় প্রচলিত নাম ধুন্দল বা ধুন্দুল। ধুঁধুঁল বানান আমি তো কখনোই দেখিনি। এই নামে কি কেউ খোঁজ করে। নিবন্ধের নামটি ধুন্দল করা হোক।--সাদি (আলাপ) ০২:১৭, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@Anup Sadi: সন্দেহ প্রকাশের জন্য ধন্যবাদ। বাঙ্গালায় ‘ধুঁধুঁল’ বলে কোনো শব্দ নেই। ‘ধুঁধুল’ বলে একটি সংস্কৃত শব্দ আছে যা কার্তিক মাসের অমাবস্যায় পূজার সঙ্গে সংশ্লিষ্ট একটি আচার। যে বিষয়ে এই নিবন্ধ সে ফলটির (ভেজ্‌টেবল হিসেবে খাদ্য) প্রচলিত নাম ‘ধুন্দুল’। যেহেতু একটি ন আছে তা সংক্ষেপে ঁ (চন্দ্রবিন্দু)’র রূপ পরিগ্রহ করতেই পারে। তাহলে শব্দটির বানান হবে ধুঁদুল। এর মানে হলো ‘দ’ থাকবেই। এখন প্রশ্ন হলো দ-য়ে হ্রস্ব উ-কার হবে কি হবে না: ‘ধুন্দুল’ নাকি ‘ধুন্দল’। লোকজ শব্দের ক্ষেত্রে অভিধান সংকলবৃন্দ বিভিন্ন বানান লেখেন স্বীয় অভিজ্ঞতার ভিত্তিতে। স্মরনীয়, বাঙ্গালীর উচ্চারণ প্রবণতার একটি হলো হ্রস্ব উ-কার সংযোজন। সেই বিবেচনায় সম্ভবতঃ ‘ধুন্দুল’ অধিকতর প্রচলিত। ‘ধুন্দুল’ হিসেবে শিরোনাম পরিবর্তনের পক্ষে, স্থানান্তর নয়। - EditBangla (আলাপ) ০৫:২৬, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@EditBangla: বাংলাদেশে নামটি ধুন্দল হিসেবে বেশি পরিচিত মনে হয়। আমি ধুন্দল নামের পক্ষে মত দিচ্ছি। আর ধুন্দুল শব্দটি পুনঃনির্দেশ করে দেয়া যায়।--সাদি (আলাপ) ১৭:১১, ৭ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন