আলাপ:দ্য কনফেশনস ট্যুর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: শাহেদ জামান কর্তৃক ৮ বছর পূর্বে "Untitled" অনুচ্ছেদে

@শাহেদ জামান: নিবন্ধের ডানপাশের যে বক্সটি রয়েছে মানে তথ্যছক, ওটা বাংলা করতে হবে। তথ্যছব বাংলা করার সময় শুধু = চিহ্নের পরে যে লেখাগুলো রয়েছে সেগুলো বাংলা করলেই হবে। <ref> ট্যাগের ভিতরে যা আছে সেগুলো করতে হবে না। “গানের ধরণ” অনুচ্ছেদও বাংলা করতে হবে, একইভাবে = চিহ্নের পরের লেখাগুলো। একইসাথে, “চার্টে অবস্থান এবং সনদ” অনুচ্ছেদও। তবে এ অনুচ্ছেদ বাংলা করার সময় মিলিয়ে নেবেন যে, কোন কোন শব্দ ভিজিবল, শুধুমাত্র সেগুলো বাংলা করবেন। প্রত্যেক অনুচ্ছেদের পাশেই ‘সম্পাদনা’ বাটন রয়েছে, সেখানে ক্লিক করে সংশ্লিষ্ঠ অনুচ্ছেদটি অনুবাদ করতে পারেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৪৩, ১৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

Untitled[সম্পাদনা]

@শাহেদ জামান: সিডি অনুচ্ছেদ এখনো বাকী।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৩৭, ১৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
এবার ঠিক করে দিয়েছি। শাহেদ জামান (আলাপ) ১৭:১১, ১৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
@শাহেদ জামান: "চার্টে পূর্বে এবং পরে অবস্থিত অ্যালবামসমূহ" অনুচ্ছেদে লাইনের গঠন ভুল আছে। সাউন্ডট্র্যাক ৯৬-০৬ by এলিসা আছে। সেটাকে "এলিসা কর্তৃক সাউন্ডট্র্যাক ৯৬-০৬" হিসাবে লিখেন, একই রকম সেই অনুচ্ছেদের বাকি লাইনগুলি। আর "চার্ট" অনুচ্ছেদের জাতীয়তাসূচক বিশেষণ ভুল আছে। উইকিপিডিয়া:এলাকাভিত্তিক বিশেষণের তালিকা দেখে ঠিকমত বাংলা করেন। আফতাব (আলাপ) ১৮:১৪, ১৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ঠিক করা হয়েছে। @aftabuzzaman শাহেদ জামান (আলাপ) ১৯:০৪, ১৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন