আলাপ:দ্বিতীয় বিপ্লব (বাংলাদেশ)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: 103.230.107.46 কর্তৃক ২ বছর পূর্বে "দুর্বলতা চিহ্নিতকরণ-১: উপাদান" অনুচ্ছেদে

নিবন্ধের অসম্পূর্ণতা ও দুর্বলতা কী কী?[সম্পাদনা]

নিবন্ধের অসম্পূর্ণতা ও দুর্বলতা কী কী তা সুস্পষ্টরূপে উল্লেখ করা উচিৎ। আর যে সকল বিষয়ে নিপেক্ষতার অভাব আছে বলে মনে হয় তা-ও উল্লেখ করে আলোচনা করা দরকার। এ নিবন্ধে বৈশ্বিক দৃষ্টিভঙ্গী গ্রহণের অবকাশ কি আছে? — Faizul Latif Chowdhury (আলাপ) ০৭:০০, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Faizul Latif Chowdhury নিবন্ধের দুর্বলতা কি সেটা উন্নয়ন ট্যাগের মধ্যে বলা আছে। আপনি নিবন্ধের পরিবর্তন/উন্নয়ন না করে উন্নয়ন ট্যাগ অপসারণ কেন করছেন?? আমি সেটা সংশোধন করে দিলে, আমার সম্পাদনা বাতিল করলেন!! দয়া করে WP:নিরেপক্ষ, উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস পাতাগুলো পড়ুন। আর আপনি কাজ চলছে ট্যাগ লাগিয়েছেন। কিন্তু নীতিমালা অনুসারে আপনি উন্নয়ন ট্যাগগুলো অপসারণ করতে পারবেন না। দয়া করে নীতিমালা মেনে সম্পাদনা করুন। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৭:৪৩, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
কাজ চলছে বলা হয়েছে। এখানে আলোচনা শুরু করা হয়েছে। পরীক্ষা করে দেখছি নিবন্ধে কোনো সমস্যা আছে কিনা। থাকলে অবিলম্বে সংশোধন করা হবে। এখনও কোনো সমস্যা চোখে পড়েনি। — Faizul Latif Chowdhury (আলাপ) ০৭:৪৯, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Faizul Latif Chowdhury আমার কথা আপনি বুঝতে পারেননি। নিবন্ধের কাজ চলছে, সেটা চলতে থাক। কিন্তু আগে সংশোধন করুন, এরপর কোন প্রশাসককে দেখান। তিনি ট্যাগ অপসারণ করবেন, আপনি না। আর অপেক্ষা করুন আলোচনার জন্য। আগেই ট্যাগ অপসারণ করবেন না। প্রশাসক বা তৃতীয়পক্ষ রিভিউ করে ট্যাগ অপসারণ করবেন, উন্নয়নকারী নয়। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৮:০০, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ধৈর্য্য ধারণ করা সম্পাদকদের একটি দায়িত্ব: চট করে কারো সম্পাদনাকে “ধ্বংসপ্রবণতা হিসাবে” চিহ্নিত করা খুবই অন্যায্য কাজ বলে মনে করি। কারো সম্পাদনাকে “ধ্বংসপ্রবণতা হিসাবে” চিহ্নিত করার আগে আলোচনা করা নিতান্তই সৌজন্যবোধের লক্ষণ। প্রসঙ্গত উল্লেখ করতে চাই যে, আমি ২০০৬ থেকে উইকিতে কাজ করছি। অসংখ্য ফলক আমি অপসারণ করেছি বাধা বা আপত্তি ছাড়াই। মানুষের ভুল হয়; সে হিসাবে আমারও ভুল হতে পারে; কিন্তু বিবেচনাহীনভাবে আমি উইকিতে কাজ করি না। — Faizul Latif Chowdhury (আলাপ) ০৮:২৮, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Faizul Latif Chowdhury রাগ করবেন না। আমার ভুলেও অভিজ্ঞরা আমার সম্পাদনা বাতিল করে। আর সম্পাদনা বাতিল করতে নীতিমালা উল্লেখ করতে বিশেষ করে আপনার মত অভিজ্ঞ সম্পাদকের সম্পাদনা। কিন্তু আপনি ভুল করেছেন, কিন্তু সম্পাদনা বাতিল করছিনা। এটা অন্যায়। হ্যা আপনি অবশ্যই উন্নয়ন ট্যাগ অপসারণ করতে পারেন, কিন্তু নিবন্ধ উন্নয়ন বা সমস্যা সমাধানের পর। যেটা আপনি এই নিবন্ধে করেননি, আপনার ভুলটা মেনে নেওয়া উচিত, সব উইকিপিডিয়ানরা এটা মেনে নিয়ে থাকে। আমরাও মেনে নিই। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৮:৪৭, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Faizul Latif Chowdhury আর এই নিবন্ধগুলো সেনসেটিভ নিবন্ধ, এইজন্য এতো কথা বলছি। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৮:৪৯, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

দুর্বলতা চিহ্নিতকরণ-১: সূচনাংশ[সম্পাদনা]

সূচনাংশ পরীক্ষা করে দেখা হলো। কোনো সমস্যা নেই। তথ্যগত ভুল নেই। নিরপেক্ষতার অভাব নেই। কোনো সমস্যা থাকলে সকলের পরামর্শ আহবান করছি। — Faizul Latif Chowdhury (আলাপ) ০৭:৫২, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

দুর্বলতা চিহ্নিতকরণ-১: উপাদান[সম্পাদনা]

এ নিবন্ধের “উপাদান” অংশ পরীক্ষা করা হলো। দুটি সমস্যা চিহ্নিত করা যাচ্ছে: (ক) ভাষাগত সমস্যা এবং (খ) অপূর্ণতা। তবে তথ্যগত ভুল বা নিরপেক্ষতার অভাব আছে বা একপেশে দৃষ্টিভঙ্গি আছে মনে হলো না। এ বিষয়ে বাংলা উইকির সম্পাদকদের পরামর্শ আশা করছি। — Faizul Latif Chowdhury (আলাপ) ০৭:৫৭, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

এই নিবন্ধটি আমি ইংরেজি উইকির সম্পূর্ণ হুবুহু অনুবাদ করেছি। বিন্দুমাত্র বাড়াই বা কমাই নি। এবার কী করার নিরপেক্ষভাবে করুন। 103.230.104.60 (আলাপ) ০৮:০৫, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ব্যক্তিগতভাবে আমি ইংরেজি উইকি অনুসরণ করি না। আমি যা জানি ও বুঝি তার আলোকে নির্ভরযোগ্য সূত্র কনসাল্ট করে লিখি ও সম্পাদনা করি। ইনশাআল্লাহ যতটুকু কাজ করবো তা নিরপেক্ষতার সঙ্গেই করবো। — Faizul Latif Chowdhury (আলাপ) ০৮:১৭, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
দয়া করে একতরফা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তথ্যসূত্র আনবেন না, সম্ভাব্য সকল দৃষ্টিকোণ থেকে তথ্যসূত্র তুলে আনুন, আর সাম্প্রতিক রাজনীতি বা পরিস্থিতির সাথে আপোষ করে তথ্য যোগ বিয়োগ বা অভিমুখিকরণ করার চেষ্টা করবেন না, আর যে সকল তথ্যসূত্র দেবেন তার লেখকের নাম অনুযায়ী অমুক বলেছেন, অথবা অমুক এখানে এ বইতে বলেছেন বা লিখেছেন, এভাবে লিখুন, যেন উইকি এর নিজস্ব দায়ভার থেকে মুক্ত থাকে। আপনাকে আমি যথেষ্ট বিজ্ঞ ও বুঝজ্ঞানসম্পন্ন ব্যক্তিত্ব বলে মনে করি ও বিশ্বাস করার চেষ্টা করি। আপনার পক্ষে এই নিরপেক্ষতা বজায় রাখা আমাদের চেয়েও বেশি সহজ, যেহেতু আপনি প্রবীন, তথ্যজগতে দীর্ঘসময় বিচরণ করছেন ও পাশাপাশি প্রাক্তন প্রশাসনিক গুরুদায়িত্ব সামলানো একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, আর কখনোই আমরা আপনাকে উইকি জগতে নিজের কর্মজীবনের পরিচয়ের শক্তি বা অহমিকা প্রদর্শন করতে দেখি নি, তাই নির্ভরযোগ্য হিসেবে আপনার কাছে এটা আশা করাটা অমূলক নয়। 103.230.107.46 (আলাপ) ১০:২০, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন