আলাপ:দেবীমাহাত্ম্যম্

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পরস্পরবিরোধী বক্তব্য[সম্পাদনা]

এই নিবন্ধে দু'টি পরস্পরবিরোধী বক্তব্য চোখে পড়ল। প্রথমে বলা হয়েছে, "দেবীমাহাত্ম্যম্ প্রকৃতপক্ষে মার্কণ্ডেয় পুরাণ-এর একটি অংশ।" তার পরেই বলা হয়েছে, "কথিত আছে, এই গ্রন্থের রচয়িতা ঋষি মার্কণ্ডেয়।" অষ্টাদশ পুরাণ ও উপপুরাণগুলির রচয়িতা বলা হয় বেদব্যাসকে। সেই অর্থে বেদব্যাসকেই দেবীমাহাত্ম্যম্‌ গ্রন্থের রচয়িতা বলতে হয়। মার্কণ্ডেয় এই পুরাণের "প্রবক্তা" বা কথক। কথক লেখক নন। মার্কণ্ডেয়র জবানিতে সমগ্র গ্রন্থটি আলোচিত হয়েছে মাত্র। ভুলটি সম্পর্কে নিবন্ধকারের দৃষ্টি আকর্ষণ করছি। Kalikkhyapa (আলাপ) ১৪:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]