আলাপ:দরিয়া-ই-নূর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দুই দরিয়া-ই-নূর-এর ইতিহাস মিশে গেছে[সম্পাদনা]

এই নিবন্ধে বাংলাদেশ ও ইরানের দরিয়া-ই-নূর-এর খতিয়ান মিশে গেছে। ফটোটি ইরানের দরিয়া-ই-নূর-এর। এর ওজন ১৮৫ ক্যারেট, বেশ বড় আকারে, এক কালে নাম ছিল Great Table Diamond। বাংলাদেশেরটি আকারে বেশ ছোট। এই নিবন্ধের নাম, ফটোর কারণে, দরিয়া ই নূর (ইরান) রাখা উচিৎ এবং দরিয়া ই নূর (বাংলাদেশ) নামে নতুন নিবন্ধ খোলা উচিৎ। নামে হাইফেন বর্জনীয়। - Faizul Latif Chowdhury (আলাপ) ১৪:০৭, ২০ জুলাই ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]