আলাপ:জ্যোতির্গতিবিজ্ঞান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: মোহাম্মদ হাসানুর রশিদ কর্তৃক ১ বছর পূর্বে "অনুবাদ সম্পূর্ণ করুন" অনুচ্ছেদে

অনুবাদ সম্পূর্ণ করুন[সম্পাদনা]

সুপ্রিয় @Umma Salma (Salmoon), অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে ধন্যবাদ। তবে আপনার জমাদানকৃত নিবন্ধে সমস্যা থাকায় তা এই মুহুর্তে গ্রহণ করা যাচ্ছে না। আপনি নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ করেননি। যেমন- সূচনা অনুচ্ছেদের একটি অংশ বাদ দিয়েছেন; জ্যোতির্গতিবিদ্যার সমীকরণসমূহ অনুচ্ছেদটির অনুবাদ সম্পূর্ণ করেননি; ইংরেজি সংস্করণে থাকা তিনটি অনুচ্ছেদ ও অনেক তথ্যসূত্র বাদ দিয়েছেন। দয়া করে সেগুলির অনুবাদ সম্পূর্ণ করুন এবং বাদ পড়া তথ্যসূত্র ও অংশটি যুক্ত করুন। সেইসাথে অনেক চিত্রের ক্যাপশনও অনুবাদ করা হয়নি। সেগুলির অনুবাদ সম্পূর্ণ করুন।এছাড়া কিছু বাক্য বেশ অসংলগ্ন। যেমন- যা একটি পদ্ধতি দিয়েছিল (১৬৮৭)  তিনটি পর্যবেক্ষণ থেকে একটি প্যারাবলিক পথ অনুসরণ করে একটি শরীরের কক্ষপথ খুঁজে পাওয়া।—বাক্যটি বোধগম্য হচ্ছে না, সহজ ও সরলভাবে লিখুন। উপাদান যা সম্পূর্ণরূপে একটি কক্ষপথ বর্ণনা করে।—কিসের বা কার উপাদান?? অনুচ্ছেদটি ভালোভাবে পড়ুন। একটি নিম্ন কক্ষপথে একটি উপগ্রহ (বা একটি উপবৃত্তাকার কক্ষপথের একটি নিম্ন অংশ) একটি উচ্চতর কক্ষপথে (বা একটি উপবৃত্তাকার কক্ষপথের একটি উচ্চ অংশ) উপগ্রহের তুলনায় গ্রহের পৃষ্ঠের সাপেক্ষে আরও দ্রুত গতিতে চলে, শক্তিশালী মহাকর্ষীয় কারণে। গ্রহের কাছাকাছি আকর্ষণ।—বাক্যটি বেশ অগোছালো, গুছিয়ে লিখুন। গ্রন্থের নামবিভিন্ন শব্দ (সূত্র বাদে) ইংরেজির পরিবর্তে বাংলায় লিখুন। আর বড় বাক্য লিখার ক্ষেত্রে বাক্যকে ভেঙে সহজ ও সরলভাবে লিখুন। সর্বোপরি, নিবন্ধে যান্ত্রিক অনুবাদের ছোঁয়া থাকায় নিবন্ধটিকে কিছুটা রুক্ষ মনে হচ্ছে। তাই নিবন্ধটি ভালোভাবে পড়ে সংশোধন করে সাবলীল করে তুলুন। দিন সময়ের মধ্যে কাজ শেষে আমাকে এখানে পিং করে জানাবেন বা আমার আলাপ পাতায় উল্লেখ করে বার্তা দিতে পারেন। –– মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ২২:৩৫, ১৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন