আলাপ:জেরুসালেমের মর্যাদা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ২ বছর পূর্বে "শিরোনাম" অনুচ্ছেদে

শিরোনাম[সম্পাদনা]

@Syfur007: পূর্বের শিরোনাম শ্রুতিমধুর ছিল। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫৪, ২৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান ভাই, শিরোনামটি শ্রুতিমধুর ছিল, তবে আমার কাছে শিরোনামটি নিবন্ধের মূল বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হয় নি। নিবন্ধটি মূলত জেরুসালেমের কূটনৈতিক পরিস্থিতি সম্পর্কিত। এবং সেক্ষেত্রে "মর্যাদা" শব্দটির ব্যবহার আমার মতে যথার্থ নয়। তবে "জেরুসালেমের পরিস্থিতি" শিরোনামটি গ্রহণযোগ্য হতে পারে। - সাইফুর  (আলাপ) ২২:১৭, ২৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Zaheen ভাই আপনার মত? @Syfur007 আমার মতে "জেরুসালেমের স্থিতি" দেওয়া যায়। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:২৫, ২৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Syfur007: কোনো জনপ্রিয় পাতা স্থানান্তরের পূর্বে অন্তত আলোচনা করে ঐকমত্য স্থাপন করা এই জন্যই জরুরি। তাতে স্থানান্তরের পর নতুন শিরোনাম নিয়ে বিতর্ক হয় না। — Meghmollar2017আলাপ০৫:৫২, ২৪ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 ভাই, আপনার উপদেশের জন্য ধন্যবাদ। তবে নিবন্ধটি জনপ্রিয় নয় (গত ৩০ দিনে পাতাটি একবারও প্রদর্শিত হয়নি) বিধায়ই আলোচনা ছাড়া পাতাটি স্থানান্তর করেছিলাম। - সাইফুর  (আলাপ) ০৬:০৩, ২৪ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Syfur007: ভাই, পাতাটি অনেক পুরনো। তাছাড়া স্থানান্তরের পূর্বে অন্তত নিবন্ধ প্রণেতাকে উল্লেখ করা উচিত ছিল। কেননা উনিও কিছু ভেবেই নিবন্ধের এরূপ নামকরণ করেছেন। গুরুতর ভুল কিংবা নামকরণ নীতির গুরুতর লঙ্ঘন ছাড়া এ ধরনের স্থানান্তর করা উচিত না। — Meghmollar2017আলাপ০৬:০৫, ২৪ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Syfur007, Meghmollar2017, এবং আফতাবুজ্জামান: এটা ঠিক যে status-এর বাংলা অর্থ "অবস্থা"ও হয়, "মর্যাদা"-ও হয়। তবে আমার মতে এখানে status-কে "অবস্থা" দিয়ে অনুবাদ করলে সঠিক হয় না। অবস্থা বলতে পরিস্থিতি (situation) জাতীয় কিছুকেও বোঝায়। ফলে একটা দ্ব্যর্থকতা থেকে যায়। কিন্তু এ নিবন্ধে আন্তর্জাতিক আইন ও কূটনীতির পরিকাঠামোয় জেরুসালেম শহরের "মর্যাদাগত অবস্থান" বা সংক্ষেপে "মর্যাদা" কী (এটা কি রাজধানী, হলে কোন্‌ দেশের রাজধানী, নাকি আন্তর্জাতিক নগরী, ইত্যাদি) সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলায় আইনশাস্ত্র ও সমাজবিজ্ঞানের আলোচনায় status যে "মর্যাদা" অর্থে ব্যবহৃত হয়, তার সাথেই এই ব্যাপারটার বেশি মিল আছে। তাই আমার মতে "মর্যাদা" লিখলে ব্যাপারটা পরিস্কারভাবে বোঝানো যায়। আমি আপাতত আগের শিরোনামে সরিয়ে দিচ্ছি। তবে আলোচনা অবশ্যই উন্মুক্ত থাকলো। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:৪৩, ৩০ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন