আলাপ:জলবায়ু পরিবর্তনে নারী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: NahidSultan কর্তৃক ৬ বছর পূর্বে "নিবন্ধ সম্পর্কে" অনুচ্ছেদে

তথ্যসুত্র সম্পর্কিত[সম্পাদনা]

টিক-চিহ্ন
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

আমি জলবায়ু পরিবর্তনে নারী পাতাটি প্রায় পুরোটি সাধ্যমত অনুবাদের চেষ্টা করেছি। কিন্তু এর ইংরেজি সংস্করণ হতে তথ্যসূত্র (References) অংশটি কিভাবে যোগ করব বুঝতে পারছি না। সাহায্য পেলে উপকৃত হব। ধন্যবাদ। Nahian030 (আলাপ) ১৬:৫২, ২০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@Nahian030: ইংরেজি উইকিতে ঠিক যেভাবে আছে সেভাবে অনুলিপি করে যোগ করলেই হবে। যেমন ধরুন: ইংরেজি উইকিতে নিবন্ধটির প্রথম সূত্রটি Feedback from women and the issues faced by women have been described as "imperative" by the [[United Nations]] লাইনটির পাশে আছে। যেখানে থাকা <ref>{{cite web |title=Women, Gender Equality and Climate Change |url=https://www.un.org/womenwatch/feature/climate_change/ |work=WomenWatch |publisher=[[UN Women|United Nations Entity for Gender Equality and the Empowerment of Women]] |accessdate=June 29, 2015}}</ref> অংশটুকু অনুলিপি করুন ও এই নিবন্ধে বসিয়ে দিন। আপনাকে দেখানোর জন্য আমি প্রথম সূত্রটি বসিয়ে দিয়েছি। আপনি চাইলে এটার মধ্যে |trans-title= বসিয়ে সূত্রটির শিরোনাম অনুবাদ করতে পারেন, তবে এটা বাধ্যতামূলক নয়। --আফতাব (আলাপ) ১৭:১৬, ২০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা[সম্পাদনা]

আমি বেশ কিছুদিন হয়ে গেল পাতাটি পর্যালোচনার জন্য জমা দিয়েছি। যদি কোন পর্যালোচক বিষয়টি যাচাই করে দেখতেন তহালে আমি আমার ভুল-ত্রুটি সংশোধন করে নিতে পারি। ধন্যবাদ।

nahian (আলাপ) ০৬:০৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@Nahian030: করা হবে। আর "নারী জলবায়ু গবেষক" অনুচ্ছেদটি মনে হচ্ছে সম্পূর্ণ অনুবাদ করেননি। --আফতাব (আলাপ) ১৭:৩৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ সম্পর্কে[সম্পাদনা]

প্রিয় @Nahian030: উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে এই নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। তবে প্রতিযোগিতার নিয়ম অনুসারে, নিবন্ধ যান্ত্রিক হওয়া যাবে না এবং পুরোটা অনুবাদ করতে হবে। নিবন্ধে যদিও যান্ত্রিকতা দূর করতে যথেষ্ট চেষ্ঠা করেছেন কিন্তু তারপর এখনো প্রচুর যান্ত্রিকতা বিদ্যমান এবং ইংরেজি Women climate researchers অনুচ্ছেদ সহ কয়েকটি অনুচ্ছেদ পুরো অনুবাদ করেন নি। দয়া করে প্রতিযোগিতা চলাকালীন সময়ের মধ্যে নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ শেষ করুন এবং সংশোধনের পর এখানে জানান। পুনরায় জমা দেওয়ার প্রয়োজন নেই। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:১৪, ৬ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন