আলাপ:গাইবান্ধা সদর উপজেলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Durontoasa কর্তৃক ৬ বছর পূর্বে "ঐতিহাসিক স্থান" অনুচ্ছেদে

ঐতিহাসিক স্থান[সম্পাদনা]

গড়দিঘী গাইবান্ধার ঐতিহাসিক স্থান।গড়দিঘী গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্র পুর ইউনিয়নে অবস্থিত। কিভাবে এ দিঘী তৈরী হয় তা সকলের অজানা। গড়দিঘী প্রায় ৪০ একর জমির উপর এবং এর চারধারে সুবিশাল পাড়,পাড়ের উচ্চতা ২৫ ফুট। এই বিশাল দিঘী দেখতে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী দেখার জন্য আসে। কিন্ত সরকারী পৃস্টাপোকতা না থাকার কারনে দিনে দিন গড়দিঘী বিলীন হবার পথে।। Durontoasa (আলাপ) ১৪:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন